WBPSC Food SI Practice Set 134 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৩৪ (WBPSC Food SI Practice Set 134)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 134
১) ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১৮-২০১৯ খেতাব কোন দল জিতল?
[A] লিভারপুল
[B] ম্যান্টেসটার সিটি
[C] ম্যানচেস্টার ইউনাইটেড
[D] বার্সেলোনা
Answer – ম্যান্টেসটার সিটি
২) Desert Storm Rally 2019 কোন রাজ্য জিতল?
[A] নতুন দিল্লি
[B] পশ্চিমবঙ্গ
[C] মহারাষ্ট্র
[D] রাজস্থান
Answer – রাজস্থান
৩) IPL 2019 জিতল নিচের কোন দল?
[A] কিংস ইলেভেন অফ পাঞ্জাব
[B] কলকাতা নাইট রাইডার্স
[C] চেন্নাই সুপার কিংস
[D] মুম্বাই ইন্ডিয়ানস
Answer – মুম্বাই ইন্ডিয়ানস
৪) প্রথম ভারতীয় হিসেবে কে ৩৫০ টি ODI ম্যাচ খেলার রেকর্ড করেছিল?
[A] কপিল দেব
[B] শচীন টেন্ডুলকর
[C] রাহুল দ্রাবির
[D] সৌরভ গাঙ্গুলী
Answer – শচীন টেন্ডুলকর
WBPSC Food SI Practice Set 134
৫) ইটানগরে কতগুলো স্পোর্টস সেন্টার খোলা হলো?
[A] ৫
[B] ৩
[C] ৬
[D] ৭
Answer – ৩
৬) FIFA Women’s World Cup কোন দেশ জিতল?
[A] রাশিয়া
[B] USA
[C] ব্রাজিল
[D] ফ্রান্স
Answer – USA
৭) কোন ক্রিকেটার একটি বিশ্বকাপে সব থেকে বেশি সেঞ্চুরি রেকর্ড করল?
[A] সৌরভ গাঙ্গুলী
[B] কুমার সাঙ্গাকারা
[C] রোহিত শর্মা
[D] শচীন টেন্ডুলকর
Answer – রোহিত শর্মা
৮) কোন দেশ কোপা আমেরিকা ২০১৯ টুর্নামেন্ট জিতল?
[A] চিলি
[B] আর্জেন্টিনা
[C] ব্রাজিল
[D] পেরু
Answer – ব্রাজিল
৯) পোল্যান্ডে অনুষ্ঠিত Kutno Athletics’ Meet এ কটি সোনা পদক জিতল?
[A] ৩
[B] ৪
[C] ৮
[D] ৬
Answer – ৪
১০) কোন টিম দোহা দে অনুষ্ঠিত IBSF স্নুকার ওয়ার্ল্ড কাপ জিতেছে?
[A] স্কটল্যান্ড
[B] ইংল্যান্ড
[C] পাকিস্তান
[D] ভারত
Answer – পাকিস্তান
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) কোন দুটি দেশের মধ্যে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়?
[A] সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া
[B] ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা
[C] বাংলাদেশ ও শ্রীলংকা
[D] পাকিস্তান ও ইংল্যান্ড
Answer – ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা
১২) National Cricket Academy কবে প্রতিষ্ঠিত হয়?
[A] ২০০০
[B] ২০০২
[C] ১৯৯০
[D] ১৯৯৮
Answer – ২০০০
WBPSC Food SI Practice Set 134
১৩) কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে কটি সোনার পদক পেল ভারত?
[A] ৬
[B] ৪
[C] ২
[D] ৩
Answer – ৪
১৪) যোগ দর্শনের ব্যাখ্যাকারী কে?
[A] শংকরাচার্য
[B] সিদ্ধার্থ
[C] পরমানন্দ
[D] পতঞ্জলি
Answer – পতঞ্জলি
১৫) ইন্দোনেশিয়াতে 23 তম প্রেসিডেন্ট কাপে কোটি মেডেল জিতল ভারত?
[A] ১২
[B] ৯
[C] ২২
[D] ১৪
Answer – ৯
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here