WBPSC Food SI Practice Set 141 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৪১ (WBPSC Food SI Practice Set 141)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 141
১) পড়ার ধ্বনি থেকে পরাগরে নূর একই ফুলের গর্ভ মুন্ডে স্থানান্তরণকে বলা হয়-
[A] গাইটেনোগ্যামি
[B] আ্যলোগ্যামি
[C] অটোগ্যামি
[D] জেনোগ্যামি
Answer – অটোগ্যামি
২) কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয় ?
[A] এ্যানোফেজে
[B] ইন্টারফেজে
[C] টেলোফেজে
[D] প্রফেজে
Answer – ইন্টারফেজে
৩) মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায়, বিশুদ্ধ- দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের সংকরনের ফলে F1 জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয়, কারণ-
[A] প্রকটতা
[B] সহ- প্রকটতা
[C] এপিস্টাসিস
[D] অসম্পূর্ণ প্রকটতা
Answer – প্রকটতা
৪) প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-
[A] জলীয় বাষ্পের অনুপস্থিতি
[B] হাইড্রোজেনের অনুপস্থিতি
[C] অক্সিজেনের অনুপস্থিতি
[D] নাইট্রোজেনের অনুপস্থিতি
Answer – অক্সিজেনের অনুপস্থিতি
৫) ‘মস্তিষ্ক ম্যালেরিয়া’ ঘটায়-
[A] প্লাজমোডিয়াম ম্যালেরি
[B] প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স
[C] প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
[D] উপরোক্ত কোনোটিই নয়
Answer – প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
WBPSC Food SI Practice Set 141
৬) ‘তসর’ রেশম উৎপন্ন করে-
[A] Bombyx mori
[B] Antheraea mylitta
[C] Antheraea assamensis
[D] Philosomia ricini
Answer – Antheraea Mylitta
৭) স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা-
[A] 10 টি
[B] 10 জোড়া
[C] 12 টি
[D] 12 জোড়া
Answer – 12 জোড়া
৮) DNA- এর একটি প্যাঁচের মাপ-
[A] 3.4A°
[B] 34A°
[C] 44A°
[D] 24A°
Answer – 3.4A°
৯) কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয়-
[A] মসৃণ
[B] সাদা
[C] অমসৃণ কিন্তু কালো
[D] মসৃণ কিন্তু কালো
Answer – অমসৃণ কিন্তু কালো
১০) হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হল-
[A] X লিঙ্কড প্রকট
[B] X লিঙ্কড প্রচ্ছন্ন
[C] অটোজোমে অবস্থিত
[D] X লিঙ্কড
Answer – X লিঙ্কড প্রচ্ছন্ন
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) উচ্চস্তর পায়ের জরায়ু ও যোনি নালির সংযোগস্থল এর সরু অংশটি যে নামে পরিচিত-
[A] ইউরেথ্রা
[B] ত্রুটোরিজ
[C] সারভিক্স
[D] ডিম্বনালী
Answer – সারভিক্স
WBPSC Food SI Practice Set 141
১২) নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানের মিনামাটা রোগের কারণ হয়েছিল-
[A] পারদ
[B] ইউরেনিয়াম
[C] আর্সেনিক
[D] ক্যাডমিয়াম
Answer – পারদ
১৩) একটি ব্রায়োফাইট/ মসে- এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে, তা হল-
[A] লিঙ্গধর উদ্ভিদ
[B] রেনুধর উদ্ভিদ
[C] রেনধর এবং লিঙ্গধর উদ্ভিদ
[D] রেনুধর বা লিঙ্গধর উদ্ভিদ
Answer – রেনুধর এবং লিঙ্গধর উদ্ভিদ
১৪) উৎসেচক একটি জিব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে তরম্বিত করে তা হল-
[A] বিক্রিয়ার তাপমাত্রা কে হ্রাস করে
[B] বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে বৃদ্ধি করে
[C] বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে হ্রাস করে
[D] বিক্রিয়ার তাপমাত্রাকে বৃদ্ধি করে
Answer – বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে হ্রাস করে
১৫) হৃদপেশী ক্লান্ত (Fatigue) হয় না কারণ-
[A] বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি
[B] ইন্টারক্যাললেটড চাকতি দ্বারা যুক্ত
[C] অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি
[D] অধিক পরিমাণে আ্যকটিনের উপস্থিতি
Answer – বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here