WBPSC Food SI Practice Set 144 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৪৪, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 144 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪৪ (WBPSC Food SI Practice Set 144)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 144

১) ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রনের ফিল্ডিংয়ের পরিমাপ-

[A] 5.80

[B] 4.85

[C] 5.20

[D] 4.80

Answer – 5.20

২) সোনার ঘনত্বের উপার তুলনায় অস্বাভাবিক বেশি- কারণ:-

[A] রুপার তুলনায় সোনার পারমাণবিক সংখ্যা বেশি

[B] রুপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি

[C] ল্যান্থানাইড সংকোচন

[D] উচ্চ প্রতিবন্ধক ইলেকট্রনের প্রভাব

Answer – রুপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি

৩) টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ? 

[A] অতি বেগুনি রশ্মি

[B] অবলোহিত রশ্মি

[C] X -রশ্মি

[D] মাইক্রো তরঙ্গ

Answer – মাইক্রো তরঙ্গ

৪) প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল-

[A] বিউরেট পরীক্ষা

[B] মলিশেষের পরীক্ষা

[C] বেনেডিক্টের পরীক্ষা

[D] ডি.এন.পি.পরীক্ষা

Answer – বিউরেট পরীক্ষা

WBPSC Food SI Practice Set 144

৫) নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক ? 

[A] নাইলন 6-6

[B] রবার

[C] বেকেলাইট

[D] PVC 

Answer – PVC

৬) প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটির প্রবক্তা হলেন-

[A] জি.জে.মেন্ডেল

[B] জে.বি.এস.হলডেন 

[C] সি.আর. ডারউইন

[D] এ. আই. ওপারিন

Answer – সি.আর. ডারউইন

৭) নিমাটোফোর (শ্বাসমূল) – এর উপস্থিতি দেখা যায়-

[A] এপিফাইটিক উদ্ভিদে

[B] ম্যানগ্রোভ উদ্ভিদে

[C] পতঙ্গভুজি উদ্ভিদে

[D] হাইড্রোফাইটিক উদ্ভিদে

Answer – ম্যানগ্রোভ উদ্ভিদে

৮) জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট-

[A] উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে

[B] উদ্ভিদের সালোকসংশ্লেষ এর সঙ্গে

[C] উদ্ভিদের উৎসেচক পরিবহনের সঙ্গে

[D] উদ্ভিদের উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা হিসেবে

Answer – উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে

৯) ‘Global positioning system’ (GPS) দিয়ে পরিমাপ করা হয়-

[A] সমুদ্রের খনিজ দ্রব্যের অবস্থান

[B] জলের গভীরতা

[C] গোলকের পরিধি

[D] অক্ষাংশ ও দ্রাঘিমাংশ

Answer – অক্ষাংশ ও দ্রাঘিমাংশ

১০) ‘Aeriel photographs’ নিম্নলিখিত যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়-

[A] স্টিরিওস্কোপ

[B] মাইক্রোস্কোপ

[C] থিওডোলাইট

[D] প্যারাল্যাক্সবার

Answer – প্যারাল্যাক্সবার

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের যে অংশ অবস্থান করে- 

[A] লসিকানালী

[B] রক্ত

[C] অন্ত্র

[D] যকৃত

Answer – অন্ত্র

১২) ADH এর অভাবে যে রোগটি সৃষ্টি হয়-

[A] ডায়াবেটিস মেলিটাস

[B] ডায়াবেটিস ইনসিপিডাস

[C] কুশিং রোগ

[D] গ্রেভ -এর রোগ

Answer – ডায়াবেটিস ইনসিপিডাস

১৩) ‘Bauxite’ নিম্নলিখিত দ্রব্য উৎপন্ন হয়-

[A] অ্যালুমিনা

[B] অ্যালুমিনিয়াম

[C] চালকোপাইরাইট

[D] বায়োটাইট অভ্র

Answer – অ্যালুমিনিয়াম

WBPSC Food SI Practice Set 144

১৪) মানুষের স্বাভাবিক রক্ত –

[A] ক্ষারীয় (alkaline) 

[B] আম্লিক (acidic) 

[C] পরিবর্তনশীল (variable) 

[D] প্রশমিত (neutral) 

Answer – ক্ষারীয় (alkaline) 

১৫) নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাসজনিত রোগ ? 

[A] জিয়ারডিয়াসিস

[B] ট্রাইপ্যানাসোমিয়াসিস

[C] ওরিয়েন্টাল ঘা (oriental sore) 

[D] এনকেফালাইটিস

Answer – ট্রাইপ্যানাসোমিয়াসিস

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here