WBPSC Food SI Practice Set 148 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৪৮, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 148 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 148)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 148

১) শিম্ব জাতীয় উদ্ভিদের মূলের সঙ্গে  Rhizobium ব্যাকটেরিয়ার সহাবস্থান হল __ প্রকৃতির রূপ।

[A] আ্যমেনসালিজম

[B] প্রটোকোঅপারেশন

[C] কমেনসালিজম

[D] অন্যোন্যজীবিত্ব

Answer – অন্যোন্যজীবিত্ব

২) সিলিকন (Si)ও অ্যালুমিনিয়াম (Al) সমৃদ্ধ স্তরকে-

[A] সিয়াল স্তর

[B] সীমা

[C] কেন্দ্রমন্ডল

[D] কোনোটিই নয়

Answer – সিয়াল স্তর

৩) রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয়-

[A] 1990 খ্রীস্ট্রাব্দে

[B] 1970 খ্রীস্ট্রাব্দে

[C] 1975 খ্রীস্ট্রাব্দে

[D] 1972 খ্রীস্ট্রাব্দে

Answer – 1972 খ্রীস্ট্রাব্দে

৪) পৃথিবীতে অসত্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা হল-

[A] 240 কোটি

[B] 250 কোটি

[C] 350 কোটি

[D] 120 কোটি

Answer – 240 কোটি

WBPSC Food SI Practice Set 148

৫) বৃদ্ধির সাম্যাবস্থা দেখা যায়-

[A] S-আকৃতির রূপে

[B] J- আকৃতির রূপে

[C] (a) ও (b) উভয় ক্ষেত্রে

[D] কোনোটিই নয়

Answer – S- আকৃতির রূপে

৬) আদিম মানবজাতির উন্মেষ ঘটেছিল আজ থেকে প্রায়-

[A] প্রায় ৪0 লক্ষ বছর আগে

[B] প্রায় ১০ লক্ষ বছর আগে

[C] প্রায় 2 কোটি বছর আগে

[D] প্রায় 40 – 50 লক্ষ বছর আগে আগে

Answer – প্রায় 40 – 50 লক্ষ বছর আগে আগে

৭) ভাইরাস হল একটি-

[A] সামাজিক উপাদান

[B] অজৈব উপাদান

[C] জৈব উপাদান

[D] ভৌত উপাদান

Answer – জৈব উপাদান

৮) আই এম আপেল প্রভৃতি ফল সংরক্ষণে, যে পদ্ধতি নেওয়া হয়-

[A] বরফ ব্যবহার করা

[B] জল ব্যবহার করা

[C] কীটনাশক বিষ ব্যবহার করা

[D] ঔষধ ব্যবহার করা

Answer – কীটনাশক বিষ ব্যবহার করা

৯) মৃত্তিকা হল একপ্রকার-

[A] জৈব উপাদান

[B] পরিবেশের ভৌত উপাদ

[C] সামাজিক উপাদান

[D] কোনোটিই নয়

Answer – পরিবেশের ভৌত উপাদান

১০) বনজ সম্পদের উপর মানুষের চাহিদা বেড়েছে-

[A] বিগত ৪০ বছরে

[B] সিপাহী বিদ্রোহের পর

[C] প্রথম মহাযুদ্ধের পর

[D] দ্বিতীয় মহাযুদ্ধের পর

Answer – দ্বিতীয় মহাযুদ্ধের পর

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো-

[A] গ্রীনহাউস গ্যাস

[B] দাবানল

[C] অতিবৃষ্টি

[D] বনভূমি ধ্বংস করা

Answer – বনভূমি ধ্বংস করা

১২) জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ-

[A] বেশি মাছ ধরা

[B] জল প্রশম হয়ে যাওয়া

[C] মাছের রোগ

[D] জলের অম্লতা বেড়ে যাওয়া

Answer – জলের অম্লতা বেড়ে যাওয়া

১৩) জৈব যুদ্ধ হলো-

[A] একই প্রকার জীবের মধ্যে যুদ্ধ

[B] জৈব রাসায়নিক দিয়ে যুদ্ধ

[C] মারাত্মক অণুজীব প্রয়োগ করে যুদ্ধ

[D] ভিন্ন প্রজাতির মধ্যে যুদ্ধ

Answer – মারাত্মক অণুজীব প্রয়োগ করে যুদ্ধ

WBPSC Food SI Practice Set 148

১৪) শিল্প ও সেচের জন্য 2025 খ্রিস্টাব্দের মধ্যে অতিরিক্ত জল প্রয়োজন বৃদ্ধি পেয়ে হবে-

[A] 73 শতাংশ

[B] 83 শতাংশ

[C] 53 শতাংশ

[D] 63 শতাংশ

Answer – 73 শতাংশ

১৫) মিষ্টি জলের শতকরা তরল জল হিসেবে পাওয়া যায়-

[A] 20 ভাগ

[B] 80 ভাগ

[C] 10 ভাগ

[D] 60 ভাগ

Answer – 20 ভাগ

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here