WBPSC Food SI Practice Set 155 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৫৫ (WBPSC Food SI Practice Set 155)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 155
১) পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি ?
Answer – সুপিরিয়ার হ্রদ
২) কথাকলি কোন রাজ্যের প্রচলিত লোকনৃত্য ?
Answer – কেরালা
৩) পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?
Answer – পুরুলিয়া
৪) কোন গ্রন্থির অপর নাম হাইপোফাইসিস ?
Answer – পিটুইটারি গ্রন্থি
৫) হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Answer – গুলজারী লাল নন্দ
৬) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
Answer – আমেদাবাদ কো
৭) ভারতের চিনির পাত্র কোন রাজ্যকে বলে?
Answer – উত্তরপ্রদেশ রাজ্যকে
৮) গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Answer – নকরেক
WBPSC Food SI Practice Set 155
৯) মহাত্মা গান্ধী কাকে মহামান্য উপাধি দিয়েছিলেন ?
Answer – মদনমোহন মালব্য কে
১০) আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয় ?
Answer – ব্ল্যাকফুট ডিজিজ
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) বৈদিক বাতি কে আবিষ্কার করেন ?
Answer – এডিসন
১২) কোন গাছকে জীবন বৃক্ষ বলা হয় ?
Answer – খেজুর গাছ
১৩) পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
Answer – ভ্যাটিকান সিটি
১৪) ভারত ও চীনের সংযোগকারী সীমান্ত টির নাম কি ?
Answer – ম্যাকমোহন লাইন
১৫) তড়িৎ প্রবাহের CGS একক কোনটি?
Answer – অ্যাম্পিয়ার
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here