WBPSC Food SI Practice Set 158 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৫৮ (WBPSC Food SI Practice Set 158)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 158
১) কে পাঞ্জাব কিশেরী নামে পরিচিত?
Answer – লালা লাজপত রায়
২) কে ময়ূর সিংহাসন নির্মাণের শিল্পী ছিলেন?
Answer – বেবাদল খাঁ
৩) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?
Answer – মঙ্গল পান্ডে
৪) কোন তুর্কি সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন ?
Answer – ইলতুৎমিস
৫) বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন ?
Answer – ধর্মপাল
WBPSC Food SI Practice Set 158
৬) কোন নদীটি পশ্চিমবঙ্গ আসাম কে পৃথক করেছে ?
Answer – সঙ্কোশ
৭) Letters From Burma নামের প্রবর্তন সমৃদ্ধ বইটি লিখেছেন?
Answer – আঙ সান সু চি
৮) কে কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন ?
Answer – অরবিন্দ ঘোষ
৯) কে মেদিনীপুরের লক্ষীবাঈ নামে পরিচিত?
Answer – রানী শিরোমণি
WBPSC Food SI Practice Set 158
১০) ওয়াহাবি কথাটির অর্থ কি ?
Answer – নবজাগরণ
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় ?
Answer – বিদ্যাসাগর
১২) ক্লাইমেট বাংলায়দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল?
Answer – ১৭৬৫ সালে
১৩) মথুরা শিল্পকলা কোন যুগের জনপ্রিয়তা অর্জন করে?
Answer – কুষাণ যুগে
১৪) ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছেন ?
Answer – গুরুসদয় দত্ত
১৫) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় -চরণটি কার’?
Answer -রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here