WBPSC Food SI Practice Set 159 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৫৯, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 159 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৯ (WBPSC Food SI Practice Set 159)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 159

১) মহাকাশচারী কল্পনা চাওলার মৃত্যু কবে হয় ?

Answer – ১লা ফেব্রুয়ারি ২০০৩ সালে

২) রোনান্ডিনহো কোন খেলোয়াড় সঙ্গে যুক্ত ?

Answer – ফুটবল

৩) কে ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন ?

Answer – মেগাস্থিনিস

৪) কবে ভারতের প্রথম লোকসভাকবে নির্বাচন হয় ?

Answer – ১৯৫১ সালে

৫) পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি ?

Answer – গোপাল

৬) wings Of Fire গ্রন্থটির লেখক কে?

Answer – এপিজে আবদুল কালাম

WBPSC Food SI Practice Set 159

৭) পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা কয়টি ?

Answer – ১৪১ টি

৮) চোখের রেটিনার সঙ্গে যুক্ত স্নায়ু টির নাম কি ?

Answer – অপটিক নার্ভ

৯) শেরশাহের সমাধিস্থল কোথায় ?

Answer – সাসারাম

১০) বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি?

Answer – মেক্সিকো উপসাগর

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণাগার অবস্থিত?

Answer – ব্যারাকপুর

১২) গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

Answer – ম্যানোমিটার

১৩) কবে সুভাষচন্দ্র বসু ফরোয়ার্ড ব্লক গঠন করেন ?

Answer – ১৯৩৯ সালে

১৪) সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

Answer – কৃষ্ণ কুমার মিত্র

১৫) কে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন ?

Answer – মাতঙ্গিনী হাজরা

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here