WBPSC Food SI Practice Set 160 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৬০ (WBPSC Food SI Practice Set 160)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 160
১) এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
Answer – উইলিয়াম জোন্স
২) চিংড়ির রেচন অঙ্গের নাম কি ?
Answer – সবুজ গ্রন্থি
৩) ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদক কে ছিলেন ?
Answer – কেশব চন্দ্র সেন
৪) বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক কে?
Answer – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫) কোন প্রাণীর রক্তের রং বেগুনি দেখায় ?
Answer – গোল কৃমি
WBPSC Food SI Practice Set 160
৬) ভারতে নির্মিত প্রথম সিনেমা কোনটি ?
Answer – রাজা হরিশচন্দ্র
৭) জাতীয় বন ও প্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় ?
Answer – ১৯৭২ সালের
৮) আকবরের রাজাস্বমন্ত্রীর নাম কি ছিল?
Answer – টোডরমল
৯) অমুক্তমাল্যড-এর রচয়িতা কে?
Answer – কৃষ্ণদেব রায়
১০) কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত?
Answer – পিরপাঞ্জাল ও জাস্কর
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন ?
Answer – মেধা পাঠকর
১২) শের -ই -বাংলা কাকে বলা হয় ?
Answer – ফজলুল হক
WBPSC Food SI Practice Set 160
১৩) মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ছিল?
Answer – বোলান নদী
১৪) সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত?
Answer – হায়দ্রাবাদ
১৫) ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?
Answer -শিবসমুদ্রম
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here