WBPSC Food SI Practice Set 166 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৬৬, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 166 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৬ (WBPSC Food SI Practice Set 166)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 166

১) সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

Answer – রাজস্থান

২) লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?

Answer – মঙ্গলকে

৩) পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?

Answer – শুক্র গ্রহকে

৪) সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?

Answer – বুধ

৫) সার্ক (SAARC) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

Answer – কাঠমান্ডু

৬) ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয় ?

Answer – হোমি জাহাঙ্গীর ভাবা

৭) কে ১৯০৫ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ?

Answer – পুলিনবিহারী দাস

৮) প্যারামেসিয়াম এর গমন অঙ্গের নাম কি ?

Answer – সিলিয়া

WBPSC Food SI Practice Set 166

৯) বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে?

Answer – বরাহমিহির

১০) পরশুরাম কার ছন্দনাম ?

Answer – রাজশেখর বসু

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে?

Answer – দয়ানন্দ সরস্বতী

১২) ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী ?

Answer – মিথাইল আইসোসায়ানেট

১৩) ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল?

Answer – পোখরান

১৪) সবচেয়ে হালকা মৌলিক পদার্থ?

Answer – হাইড্রোজেন

WBPSC Food SI Practice Set 166

১৫) দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?

Answer – গ্রেট ব্রিটেন

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here