WBPSC Food SI Practice Set 28 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ২৮, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 28 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ২৮ (WBPSC Food SI Practice Set 28)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 28

১)  কম্পিউটারের ‘IC’ কি দিয়ে তৈরি ?

[A] ক্রোমিয়াম

[B] আয়রন

[C] সিলিকন

[D] কোনটিই নয়

Answer – [C] সিলিকন

২) ঢোঁরাই চরিত মানস বইটির রচয়িতা কে?

[A] রবীন্দ্রনাথ ঠাকুর

[B] তারাশঙ্কর বন্দোপাধ্যায়

[C] সতীনাথ ভাদুরি

[D] সুনীল গঙ্গোপাধ্যায়

Answer – [B] সতীনাথ ভাদুরি

৩) Reliance এর বর্তমান ceo কে?

[A] রতন টাটা

[B] অমিতাভ বচ্চন

[C] মুকেশ আম্বানি

[D] ধিরুভাই আম্বানি

Answer – [A] মুকেশ আম্বানি

WBPSC Food SI Practice Set 28

৪) আইবি এর ডিরেক্টর কে?

[A] রাজীব গাওবা

[B] সুনীল চন্দ্র

[C] কুলদিপ সিং

[D] অরবিন্দ কুমার

Answer – [D] অরবিন্দ কুমার

৫) ভারতের ২১ তম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার হলেন?

[A] কোনেরু হাম্পি

[B] দিব্যা দেশমুখ

[C] সুব্বারামন বিজয়লক্ষ্মী

[D] কেউই নন

Answer – [A] দিব্যা দেশমুখ

৬) ওয়াটার পোলো খেলায় কত জন খেলোয়াড় থাকে?

[A] ৫

[B] ৭

[C] ১১

[D] ১৫

Answer – [B] ৭

৭) রাজ্যের সর্বাধিক কত সংখ্যক সদস্য থাকতে পারেন?

[A] ২৫০

[B] ২৬০

[C] ২৯০

[D] ২০০

Answer – [A] ২৫০

৮) সমুদ্রের গভিরতা মাপার জন্য কোন যন্ত্র লাগে?

[A] গ্যালভানোমিটার

[B] ক্রনোমিটার

[C] ফ্যাদোমিটার

[D] অডোমিটার

Answer – [C] ফ্যাদোমিটার

৯) আলফা রশ্মি হল-

[A] ঋণাত্মক

[B] ধনাত্মক

[C] নিস্তরিত

[D] কোনটিই নয়

Answer – [A] ঋণাত্মক

১০) ভিটামিন নাম করনটি কোন বিজ্ঞানী করেন?

[A] এম ফাঙ্ক

[B] জি ফাঙ্ক

[C] সি ফাঙ্ক

[D] ডি ফাঙ্ক

Answer – [C] সি ফাঙ্ক

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কে লোক নারায়ণ হিসেবে পরিচিত ?

[A] জওহরলাল নেহেরু

[B] ভবল্লবভাই প্যাটেল

[C] জয়প্রকাশ নারায়ণ

[D] মহাত্মা গান্ধী

Answer – [C] জয়প্রকাশ নারায়ণ

১২) ‘সাব লাল হ জায়েগা উক্তি টি কার?

[A] অজিত সিং

[B] রণজিৎ সিং

[C] গুরু গোবিন্দ সিং

[D] গুরু তেগবাহাদুর

Answer – [B] রণজিৎ সিং

১৩) বিশ্বের প্রথম মহিলা মহাকাশ চারিকে ?

[A] ভ্যালেন্তিনা তেরেসকোভা

[B] কল্পনা চাওলা

[C] স্যালি  রাইড

[D] কোনটিই নয়

Answer – [A] ভ্যালেন্তিনা তেরেসকোভা

১৪) বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

[A] ২৫ এপ্রিল

[B] ৭ এপ্রিল

[C] ৬ এপ্রিল

[D] ২৬ এপ্রিল

Answer – [B] ৭ এপ্রিল

WBPSC Food SI Practice Set 28

১৫) অরুণাচল প্রদেশের  বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?

[A] প্রেমা খান্ডু

[B] বিডি মিস্রা

[C] Y. S জগনমোহন 

[D] বিশ্ব ভূষণ হরিচন্দন

Answer – [A] প্রেমা খান্ডু

নতুন চাকরির খবর – Click Here