WBPSC Food SI Practice Set 30 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩০, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 30 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩০ (WBPSC Food SI Practice Set 30)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 30

১) ভারতের মৃত্তিকা গবেষণাগার রয়েছে?

[A] দিল্লিতে

[B] ব্যারাক পুরে

[C] কটকে

[D] দেরাদুনে

Answer – দেরাদুনে

২) কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হল-

[A] হুড্রু

[B] ধুঁয়াধার 

[C] যোগ

[D] শিবসমুদ্রম

Answer – শিবসমুদ্রম

৩) ভারতীয় জাতীয় কংগ্রেস এর কনিষ্ঠ তম প্রেসিডেন্ট কে ছিলেন ?

[A] সর্দার বল্লভাই প্যাটেল

[B] সুভাষ চন্দ্র বসু

[C] আবুল কালাম আজাদ

[D] জওহরলাল নেহেরু

Answer – আবুল কালাম আজাদ

৪) আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন ?

[A] ধননন্দ

[B] অজাত শত্রু

[C] মহাপদ্মনন্দ

Answer – ধননন্দ

৫) কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল  ?

[A] কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি

[B] কুতুবউদ্দিন আইবক

[C] ইলতু ৎ মিস

[D] বলবন

Answer – কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি

WBPSC Food SI Practice Set 30

৬) স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার হয়  ?

[A] অবতল দর্পণ

[B] সমতল দর্পণ

[C] উতল দর্পণ

[D] যে কোণ একটি

Answer – উতল দর্পণ

৭) Fire damp বলতে বোঝায় –

[A] গোবর গ্যাসের মিথেনকে

[B] জলাভূমিতে তৈরি মিথেনকে

[C] কয়লা খনিতে জমে থাকা মিথেনকে

[D] বরফের নীচে জমে থাকা মিথেনকে

Answer – কয়লা খনিতে জমে থাকা মিথেনকে

৮) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় ?

[A] ট্রান্সফর্মারে

[B] বার্লের চক্রে

[C] বৈদ্যুতিক মোটরে

[D] জেনারেটরে

Answer – জেনারেটরে

৯) Au এর পারমাণবিক সংখ্যা কত ?

[A] ৮৮

[B] ৮৫

[C] ৫৯

[D] ৭৯

Answer – ৭৯

১০) চারনোজেম মাটির অপর নাম –

[A] লোহিত মৃত্তিকা

[B] কৃষ্ণ মৃত্তিকা

[C] পলল মৃত্তিকা

[D] ল্যাটারাইট মৃত্তিকা

Answer – কৃষ্ণ মৃত্তিকা

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ননস্টিক বাসন পত্র তৈরিতে যে পলিমাটির যৌগটি ব্যবহার করা হয় ?

[A] পলিস্টাইরিন

[B] পলিথিন

[C] টেফলন

[D] PVC

Answer – টেফলন

১২) ভোল্ট মিটারের পরিমাপের পাল্লা বৃদ্ধি করতে যন্ত্রের কুণ্ডলীর সঙ্গে যুক্ত –

[A] শ্রেণী সমবায়ে রোধের মান বৃদ্ধি করতে হয়

[B] শ্রেণী সমবায়ে যুক্ত রোধের মান হ্রাস করতে হয়

[C] সমান্তরাল সমবায়ে  যুক্ত রোধের মান হ্রাস  করতে হয়

[D] সমান্তরাল সমবায়ে  যুক্ত রোধের মান  বৃদ্ধি করতে হয়

Answer – শ্রেণী সমবায়ে রোধের মান বৃদ্ধি করতে হয়

WBPSC Food SI Practice Set 30

১৩) শুন্য হলঘরে শব্দ করলে মুল শব্দ থেমে যাওয়ার পর গমগম শব্দ শোনা যায় শব্দের কোন ধর্মের জন্য?

[A] অনুরণন

[B] প্রতিধ্বনি

[C] প্রতিফলন

[D] প্রতিসরন

Answer – অনুরণন

১৪) প্রমান চাপ মাপা হয়-

[A] ৪৫ °C উষ্ণতায় ০ ° অক্ষাংশে

[B] ০ ° C উষ্ণতায় ৪৫ ° অক্ষাংশে

[C] ০ ° C উষ্ণতায় ৪৮ ° অক্ষাংশে

[D] ০ K উষ্ণতায় ৪৫ ° অক্ষাংশে

Answer – ০ ° C উষ্ণতায় ৪৫ ° অক্ষাংশে

১৫) বায়োগ্যাসে কোন গ্যাস টি থাকে না?

[A] কার্বন ডাইঅক্সাইড

[B] নাইট্রোজেন

[C] নাইট্রিক অক্সাইড

[D] মিথেন

Answer – নাইট্রিক অক্সাইড

নতুন চাকরির খবর – Click Here