WBPSC Food SI Practice Set 54 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫৪, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 54 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫৪ (WBPSC Food SI Practice Set 54)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 54

১) গ্রাব কিসের লার্ভা?

[A] বীটল

[B] ক্রাস্টেসিয়া

[C] পতঙ্গ

[D] স্পঞ্জ

Answer -পতঙ্গ

২) পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন অর্থবিল পেশ করা যায় না?

[A] লোকসভায় অধ্যক্ষ

[B] রাষ্ট্রপতি

[C] অর্থমন্ত্রী

[D] প্রধানমন্ত্রী

Answer -রাষ্ট্রপতি

৩) লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা—

[A] 20

[B] 10

[C] 15

[D] 7

Answer – 15

৪) স্পঞ্জ কী?

[A] ছত্রাক

[B] উদ্ভিদ

[C] জীবদেহ

[D] জীবাশ্ম

Answer -জীবদেহ

WBPSC Food SI Practice Set 54

৫) ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল

[A] কোচিন শিপইয়ার্ড, কচি

[B] হিন্দুস্থান শিপইয়র্ড, বিশাখাপত্তনম

[C] মার্মা গাঁও ডক, মুম্বাই

[D] গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা

Answer -কোচিং শিপইয়ার্ড, কচি

৬) ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত?

[A] ল্যাসেন

[B] নিউইয়র্ক

[C] জাকার্তা

[D] হেগ

Answer – হেগ

৭) নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়?

[A] ঘর্ষণজনিত বল

[B] স্থিরতড়িৎ বল

[C] মাধ্যাকর্ষণ বল

[D] স্থির চুম্বকীয় বল

Answer – ঘর্ষণজনিত বল

৮) সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?

[A] এস জয়শঙ্কর

[B] রঞ্জন মাথাই

[C] অজিত দোভাল

[D] নিরুপমা রাও

Answer – এস জয় শঙ্কর

৯) পল্লবদের রাজধানী কোথায় ছিল?

[A] কাঞ্জিপুরম

[B] মাদুরায়

[C] থাঞ্জাভুর

[D] ভেঙ্গে

Answer – কাঞ্জিপুরম

১০) ক্লোরোফিলে কোন ধাতু আছে?

[A] ম্যাগনেসিয়াম

[B] লোহা

[C] অ্যালুমিনিয়াম

[D] দস্তা

Answer -ম্যাগনেসিয়াম

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত?

[A] নসক

[B] কানকুট

[C] জাবতি

[D] গাল্লাবক্স

Answer -জাবতি

WBPSC Food SI Practice Set 54

১২) বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়?

[A] ১৫ এপ্রিল

[B] ১৫ ফেব্রুয়ারি

[C] ১৫ মার্চ

[D] ১৫ জানুয়ারি

Answer – ১৫ মার্চ

১৩) ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়—

[A] ১৯৫৪ সালে

[B] ১৯৫১ সালে

[C] ১৯৫২ সালে

[D] ১৯৫০ সালে

Answer – ১৯৫২ সালে

১৪) রঞ্জিত সিংহ কোন মিশলের নেতা ছিলেন?

[A] গোবিন্দ মিশল

[B] ভেঙ্গি মিশল

[C] কানহেয়া মিশল

[D] সুকারচাকিয়া মিশল

Answer -সুকারচাকিয়া মিশল

১৫) নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল?

[A] DDC

[B] TVA

[C] AFC

[D] কোনোটিই নয়

Answer – DDC

নতুন চাকরির খবর – Click Here