WBPSC Food SI Practice Set 55 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫৫, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 55 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫৫ (WBPSC Food SI Practice Set 55)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

১) মুঘল যুগের তাম্র মুদ্রার নাম কি ছিল?

[A] দাম

[B] নিষ্ক

[C] টাকা

[D] মনা

Answer – দাম

২) রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত?

[A] ইলোরা

[B] এন্নোর

[C] তাঞ্জাভুর

[D] মহীশূর

Answer – তাঞ্জাভুর

WBPSC Food SI Practice Set 55

৩) কলকাতার ন্যাশনাল লাইব্রেরি পূর্বে কি নামে পরিচিত ছিল?

[A] ইম্পেরিয়াল লাইব্রেরি

[B] অ্যালবার্ট লাইব্রেরি

[C] রয়েল লাইব্রেরি

[D] ব্রিটিশ লাইব্রেরি

Answer – ইম্পেরিয়াল লাইব্রেরি

৪) ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি?

[A] কুন্তী

[B] মহামায়া

[C] চিত্রাঙ্গদা

[D] যশোধরা

Answer – যশোধরা

৫) সর্দার চলচ্চিত্রের নির্দেশক কে?

[A] কেতন মেহতা

[B] শ্যাম বেনেগাল

[C] তপন সিংহ

[D] দাশগুপ্ত

Answer – কেতন মেহতা

৬) রামচরিতের রচয়িতা কে?

[A] অনিরুদ্ধ

[B] সন্ধ্যাকর নন্দী

[C] শুভাকর গুপ্ত

[D] জয়দেব

Answer – সন্ধ্যাকর নন্দী

৭) সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি?

[A] কোর

[B] করোনা

[C] ক্রোমোস্ফিয়ার

[D] ফটোস্ফিয়ার

Answer – করোনা

WBPSC Food SI Practice Set 55

৮) আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন—

[A] পিসি ব্যানার্জি

[B] অরবিন্দ ঘোষ

[C] বিপিনচন্দ্র পাল

[D] সুভাষচন্দ্র বসু

Answer – অরবিন্দ ঘোষ

৯) বাংলা সাহিত্যে জরাসন্ধ নামে পরিচিত ছিলেন—

[A] কালীপ্রসন্ন সিংহ

[B] চারুচন্দ্র চক্রবর্তী

[C] অখিল নিয়োগী

[D] ভবানী সেনগুপ্ত

Answer – চারুচন্দ্র চক্রবর্তী

১০) বর্তমান ভারত কে রচনা করেন?

[A] বিদ্যাসাগর

[B] রামমোহন রায়

[C] স্বামী বিবেকানন্দ

[D] অরবিন্দ ঘোষ

Answer – স্বামী বিবেকানন্দ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) মহাবীরের পূর্বতম তীর্থংকরের নাম কী?

[A] ঋষভনা

[B] থবর্ধমান

[C] পার্শ্বনাথ

[D] গোসাল

Answer – পার্শ্বনাথ

১২) দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থল এর নাম কি?

[A] বিজয়ঘাট

[B] বীরভূমি

[C] শান্তিবন

[D] রাজঘাট

Answer – রাজঘাট

১৩) শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল—

[A] ইয়াম

[B] পিদুরুতালাগালা

[C] আল্পস

[D] থাংশু

Answer – পিদুরুতালাগালা

১৪) কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

[A] উত্তরপ্রদেশ

[B] উত্তরাখন্ড

[C] হিমাচলপ্রদেশ

[D] বিহার

Answer – বিহার

WBPSC Food SI Practice Set 55

১৫) কে ভারতের জাতীয় গান রচনা করেন?

[A] মহাত্মা গান্ধী

[B] রবীন্দ্রনাথ ঠাকুর

[C] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

[D] শ্রী অরবিন্দ

Answer – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

নতুন চাকরির খবর – Click Here