WBPSC Food SI Practice Set 56 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫৬ (WBPSC Food SI Practice Set 56)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 56
১) বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব?
[A] ওড়িশা
[B] অসম
[C] গুজরাত
[D] পাঞ্জাব
Answer – পাঞ্জাব
২) বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে?
[A] ইসলামাবাদ
[B] জেকোবাবাদ
[C] আবুধাবি
[D] নিউ দিল্লি
Answer – জেকোবাবাদ
৩) বিখ্যাত সাহিত্য চরিত্র ‘ব্রজদা এর স্রষ্টা হলেন—
[A] সুকুমার রায়
[B] সুনীল গঙ্গোপাধ্যায়
[C] গৌরকিশোর ঘোষ
[D] নারায়ণ গঙ্গোপাধ্যায়
Answer – গৌরকিশোর ঘোষ
WBPSC Food SI Practice Set 56
৪) ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা হল ইংরেজি?
[A] নাগাল্যান্ড
[B] মনিপুর
[C] কর্ণাটক
[D] মেঘালয়
Answer – নাগাল্যান্ড
৫) হান্টার কমিশন কে গঠন করেন?
[A] লর্ড রিপন
[B] লর্ড ওয়েলিংট
[C] লর্ড কার্জন
[D] লর্ড অকল্যান্ড
Answer – লর্ড রিপন
৬) স্পঞ্জ কী?
[A] জীবাশ্ম
[B] উদ্ভিদ
[C] জীবদেহ
[D] ছত্রাক
Answer – জীবদেহ
৭) নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান—
[A] অস্ট্রেলিয়া
[B] জাপান
[C] নিউজিল্যান্ড
[D] দক্ষিণ আফ্রিকা
Answer – নিউজিল্যান্ড
৮) সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
[A] রুরকি
[B] চেন্নাই
[C] লক্ষ্ণৌ
[D] নাগপুর
Answer – চেন্নাই
৯) মারাঠা পত্রিকার সম্পাদক ছিলেন—
[A] অ্যানি বেসান্ত
[B] বাল গঙ্গাধর তিলক
[C] লালা লাজপত রায়
[D] লালা হরদয়াল
Answer – বাল গঙ্গাধর তিলক
১০) বাংলার আকবর বলা হয়—
[A] সুলতান সিকান্দার শাহকে
[B] সুলতান নসরৎ শাহকে
[C] সুলতান নাসিরউদ্দিন মহম্মদ শাহকে
[D] সুলতান হোসেন শাহকে
Answer – সুলতান হোসেন শাহকে
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) তুর্কির মুদ্রা কি নামে পরিচিত?
[A] সিলিং
[B] লিরা
[C] পেসো
[D] পাউন্ড
Answer – লিরা
WBPSC Food SI Practice Set 56
১২) কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না?
[A] আলফা
[B] রাটা
[C] এক্স রশ্মি
[D] গামা
Answer – এক্স রশ্মি
১৩) ধর্মীয় মতবাদ ‘তাও -এর প্রবর্তক হলেন —
[A] জরাথ্রুস্ট
[B] মোজেস
[C] কনফুসিয়াস
[D] লাও জু
Answer – লাও জু
১৪) পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন অর্থবিল পেশ করা যায় না?
[A] রাষ্ট্রপতি
[B] লোকসভায় অধ্যক্ষ
[C] প্রধানমন্ত্রী
[D] অর্থমন্ত্রী
Answer – রাষ্ট্রপতি
১৫) Indian Diamond Institute কোন রাজ্যে অবস্থিত?
[A] কলকাতা
[B] মধ্যপ্রদেশ
[C] মুম্বাই
[D] গুজরাত
Answer – গুজরাত
নতুন চাকরির খবর – Click Here