WBPSC Food SI Practice Set 65 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৫ (WBPSC Food SI Practice Set 65)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 65
১) আত্মঘাতী থালি কাকে বলা হয়?
[A] লাইসোজোম
[B] রাইবোজোম
[C] গলগি বডি
[D] প্লাস্টিড
Answer – লাইসোজোম
২) কোন গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয়?
[A] অগ্নাশয়
[B] বৃক্ষ
[C] প্লীহা
[D] পিত্তথলি
Answer – অগ্নাশয়
৩) সবচেয়ে ভারী গ্যাস কোনটি?
[A] রিডন
[B] হাইড্রোজেন
[C] হিলিয়াম
[D] অর্গন
Answer – রিডন
৪) তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কি?
[A] ওহম
[B] ভোল্ট
[C] এম্পিয়ার
[D] কুলম্ব
Answer – এম্পিয়ার
৫) নিচের কোনটি জল দূষণ ঘটিত রোগ নয়?
[A] জন্ডিস
[B] ম্যালেরিয়া
[C] আমাশা
[D] টাইফয়েড
Answer – ম্যালেরিয়া
৬) ক্যালামাইন কোন মৌলের আকরিক?
[A] ম্যাগনেসিয়াম
[B] ক্যালসিয়াম
[C] অ্যালুমিনিয়াম
[D] জিংক
Answer – জিংক
WBPSC Food SI Practice Set 65
৭) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কারক কে?
[A] জর্জ স্টিফেন্সন
[B] জোহান্স কেপলার
[C] টিম বার্নার্স
[D] রবাট ওপেনহাইমার
Answer – টিম বার্নার্স
৮) কুনা কোন দেশের মুদ্রা?
[A] লাটভিয়া
[B] মালটা
[C] লিথুইয়ানিয়া
[D] ক্রোয়েশিয়া
Answer – ক্রোয়েশিয়া
৯) গেম চেঞ্জার পুস্তকটি কোন ক্রিকেটে আত্মজীবনী?
[A] বিরাট কোহলি
[B] ক্রিস গেইল
[C] এমএস ধোনি
[D] শহীদ আফ্রিদি
Answer – শহীদ আফ্রিদি
১০) মর্নিং পোস্ট কোন দেশের প্রকাশিত সংবাদপত্র?
[A] ফ্রান্স
[B] চীন
[C] ব্রিটেন
[D] ইতালি
Answer – চীন
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না?
[A] ট্রিপসিন
[B] রেনিন
[C] কাইমোট্রিপসিন
[D] পেপসিন
Answer – ট্রিপসিন
১২) টাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত?
[A] চীন
[B] মঙ্গলিয়া
[C] বৎসোয়ানা
[D] সৌদি আরব
Answer – চীন
১৩) অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতি কে কি বলে?
[A] হল পদ্ধতি
[B] স্পর্শ পদ্ধতি
[C] হেবার পদ্ধতি
[D] ডাউন পদ্ধতি
Answer – হল পদ্ধতি
১৪) হরি সেন কার সভাপতি ছিলেন?
[A] সমুদ্রগুপ্ত
[B] প্রথম চন্দ্রগুপ্ত
[C] স্কন্ধগুপ্ত
[D] মহেন্দ্রা দিত্য
Answer – সমুদ্রগুপ্ত
WBPSC Food SI Practice Set 65
১৫) কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করতে পারেন?
[A] সংসদ
[B] রাষ্ট্রপতি
[C] প্রধান বিচারপতি
[D] প্রধানমন্ত্রী
Answer – রাষ্ট্রপতি
নতুন চাকরির খবর – Click Here