WBPSC Food SI Practice Set 67 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৭, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 67 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৭ (WBPSC Food SI Practice Set 67)

WBPSC Food SI Practice Set 67 – প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 67

১) শংকর ১০% সরল সুদের হারে ১০০০ টাকা ধার নিল। মেয়াদ শেষে সে ১৬০০ টাকা ফেরত দিল কত বছরের জন্য টাকা ধার নেন?

[A] ৫ 

[B] ২

[C] ৪

[D] ৬

Answer – ৬

২) একজন ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের ২/৩ অংশ বেগে গেলে অফিসে পৌঁছুতে১৫ মিনিট দেরি হয়। স্বাভাবিক গতি বেগে গেলে অফিসে পৌঁছতে কত মিনিট সময় লাগবে?

[A] ৪০

[B] ৩৫

[C] ৪৫

[D] ৩০ 

Answer – ৩০

৩) ৭৩১ টাকা ক খ গ এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে ক ক্ষয়ের চেয়ে ২৫% বেশি পাবে চেয়ে ২৫% কম পাবে তাহলে গ কত টাকা পাবে?

[A] ২০০

[B] ১৭২

[C] ২৭২

[D] ২৬৫৪

Answer – ২৭২

৪) ৮০-এর ১৪% +৯০ এর ? % = ৩১.৯

[A] ২৩ 

[B] ১৬

[C] ২৬

[D] ১৮

Answer – ২৩

৫) স্থির জলে একটি নৌকোর গতিবেগ প্রতি ঘন্টায়৫ কিলোমিটার। স্রোতের গতিবেগে ঘন্টায ১.৫ কিলোমিটার। একটি লোক ২২.৫ কিলোমিটার পথ সাঁতার কেটে গিয়ে আবার ফেরত আসতে কত ঘন্টা সময় লাগাবে?

[A] ৯

[B] ৭

[C] ৬

[D] ৪

Answer – ৪

WBPSC Food SI Practice Set 67

৬) একটি অফিসে অফিসার ও করণিক এই দুই ধরনের কর্মচারী আছে তাদের গড় বেতন ১২০০ টাকা। অফিসারদের গড়বেত ৪৬০০ টাকা ও করণীদের গড় বেতন ১১০০ টাকা। যদি অফিসারের সংখ্যা ১৫ জন হয় তাহলে করণীদের সংখ্যা কত?

[A] ৫০০

[B] ৫১০

[C] ৫২০

[D] ৪৯০

Answer – ৫১০

৭) ৭৫টি ছেলে একটি কাজ ২৪ দিনে শেষ করে। দুজন দক্ষ শ্রমিক একদিনে যা কাজ করে, তিনটি ছেলে একদিনে সমপরিমাণ কাজ করে। তাহলে ওই কাজগুলির দ্বিগুণ কাজ ২০ দিনে করতে হলে কতজন দক্ষ শ্রমিক লাগবে?

[A] ১৪৫

[B] ১২৫

[C] ১২০

[D] ১৫০

Answer – ১২০

৮) 12 টি পেন্সিলের ক্রয় মূল্য চারটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?

[A] ৪০% 

[B] ৬০%

[C] ৩৫%

[D] ৫০%

Answer – ৫০%

৯) ১২৫০ টাকা কত বছরে ১৪০০ টাকা হবে, যখন সুদের হার ৬%?

[A] ৩ 

[B] ২

[C] ৫

[D] ৪

Answer – ২

১০) তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা দ্বিতীয় টির দ্বিগুণ ও দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ। তিনটি সংখ্যার গড় ২১, সংখ্যা তিনটি কি কি?

[A] ৩,৬,১২ 

[B] ১,২,৪

[C] ৪,৮,১৬

[D] ৩৬,১৮,৯

Answer – ৩৬,১৮,৯

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) একটি ব্যাগে ২৫ পয়সা ও৫০ পয়সা দুই প্রকার সমান মুদ্রা মিলিয়ে মোট ৭৫ টাকা আছে। প্রত্যেক প্রকার মুদ্রা কটি করে আছে?

[A] ৫০

[B] ২৫

[C] ১০০

[D] ৭৫

Answer – ১০০ 

১২) দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে১২০ মিটার ও১০৫ মিটার ও তারা বা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। তাদের গতিবেগ ঘন্টায় যথাক্রম ৩৬ কিলোমিটার ও ৪৫ কিলোমিটার। কত সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করবে?

[A] ১০

[B] ৮

[C] ১৬

[D] ১২

Answer – ১০

১৩) ১০০ টাকা আসলের ক্ষেত্রে সুদ হয় ৪৯ ও সুদের হার বছরের সমান। সুদের হার কত?

[A] ৯%

[B] ১০%

[C] ৬%

[D] ৭%

Answer – ৭%

WBPSC Food SI Practice Set 67

১৪) একটি বিদ্যালয়ে যতজন পরীক্ষায় বসেন তার ২৫% ফেল করেন। মোট ৩৭৫ জন পরীক্ষার্থী পাস করলে কত জন পরীক্ষায় বসেছিল?

[A] ৬০০

[B] ৭০০

[C] ৫০০

[D] ৫৫০

Answer – ৫০০

১৫) ০.৮ ও ০.২ এর তৃতীয় সমানুপাতি কত?

[A] ০.০৩২

[B] ০.৮

[C] ০.০৫

[D] ০.৪

Answer – ০.০৫

নতুন চাকরির খবর – Click Here