WBPSC Food SI Practice Set 68 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৮ (WBPSC Food SI Practice Set 68)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 68
১) একটি সংখ্যাকে ২৯৬ দিয়ে ভাগ করলে ৭৫ ভাগশেষ থাকে। ওই সংখ্যাটিক ৩৭ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
[A] ১
[B] ২
[C] ১১
[D] ৮
Answer – ১
২) ৭ টি সংখ্যার গড় ৮ একটি সংখ্যা যোগ করলে গড় হয় ৯ পরে যুক্ত হওয়া সংখ্যাটি কত?
[A] ১১
[B] ১২
[C] ১৪
[D] ১৬
Answer – ১৬
WBPSC Food SI Practice Set 68
৩) ৪০ জন লোক একটি কাজ ১৫ দিনে করে। কাজটি তিন দিন আগে শেষ করতে হলে কতজন বেশি লোক দরকার ?
[A] ৩
[B] ৪
[C] ১০
[D] ১৫
Answer – ১০
৪) এক ব্যক্তি ৪০০০ টাকার ২ বছরে ৪০০ টাকা সুদ পেলে সরল সুদের হার কত?
[A] ২০%
[B] ১০%
[C] ১৫%
[D] ৫%
Answer – ৫%
৫) কোন জিনিসের মুদ্রিত দ্রব্যের উপর ৪% ছাড়ের দাম ২০০০ টাকা হলে তার মুদ্রিত মূল্য কত টাকা ?
[A] ২৪০০০
[B] ২০০০০
[C] ৩০০০০
[D] ২৫০০০
Answer – ২৫০০০
৬) ৫% ছাড় দেওয়ার পর কোন দ্রব্যের বিক্রয়ের দাম ১২৭৩ টাকা হলে তার মুদ্রিত দাম কত টাকা?
[A] ১৪০০
[B] ১৩৪০
[C] ১৪৫০
[D] ১৬০০
Answer – ১৩৪০
৭) দুজন কর্মচারীর সাপ্তাহিক মজুরির অনুপাত ৪:৭ তাদের মজুরির পার্থক্য ৩৬৩ টাকা হলে তাদের মোট মজুরি কত?
[A] ৩১১৩ টাকা
[B] ৬২৫০ টাকা
[C] ৩১৩১ টাকা
[D] ১৩৩১ টাকা
Answer – ১৩৩১ টাকা
WBPSC Food SI Practice Set 68
৮) কোন শেয়ারের ২৫ %বাড়ানো হলো ও পরে ১৫% কমানো হলো। বর্তমান মূল্ ৪২৫০ টাকা হলে প্রথমে মূল্য কত ছিল?
[A] ৫০০০ টাকা
[B] ৪০০০ টাকা
[C] ৪১০০ টাকা
[D] ৩৮২৫ টাকা
Answer – ৪০০০ টাকা
৯) ৩০০ টাকা৩ বছরে সুদ-আসলে ৩৪৫ টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত?
[A] ৬
[B] ৫
[C] ৩
[D] ২
Answer – ৫
১০) হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসেবে কাকে গণ্য করা হয়?
[A] মহেন্দ্র বর্মন
[B] প্রথম চন্দ্রগুপ্ত
[C] কনিষ্ক
[D] সমুদ্রগুপ্ত
Answer – সমুদ্রগুপ্ত
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) মগদের রাজা আজাদ শত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন?
[A] বিদিশা
[B] অযোধ্যা
[C] বারানসি
[D] পাটলিপুত্র
Answer – পাটলিপুত্র
১২) কোন বৌদ্ধ সন্ন্যাসী ও চৈনিক পরিব্রাজক ভারতে এসে বৌদ্ধগ্রন্থ সংস্কৃত থেকে চৈনিক ভাষায় অনুবাদ করেন?
[A] ফা-হিয়েন
[B] হিউয়েন সাঙ
[C] চিং
[D] দোসো
Answer – হিউয়েন সাঙ
১৩) মোহাম্মদ বিন তুঘলক দিল্লিতে যে শহরে গোড়াপত্তন করেছিলেন তার নাম কি?
[A] ফরিদাবাদ
[B] শাজাহানাবাদ
[C] জানপনাহ
[D] ইন্দ্রপ্রস্থ
Answer – জানপনাহ
১৪) কোন মৌর্য ব্যক্তিত্বকে ১৮ তম শতাব্দীতে স্যান্ডোকোট্রোস নামে জানা গেছে?
[A] বিন্দুসার
[B] চাণক্য
[C] চন্দ্রগুপ্ত
[D] অশোক
Answer – চন্দ্রগুপ্ত
WBPSC Food SI Practice Set 68
১৫) কুতুবমিনার নির্মাণ কে শুরু করেন?
[A] ইলতু্তমিস
[B] কুতুবউদ্দিন আইবক
[C] সুলতানা রিজিয়া
[D] গিয়াসুদ্দিন বলবন
Answer – কুতুবউদ্দিন আইবক
নতুন চাকরির খবর – Click Here