WBPSC Food SI Practice Set 71 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭১, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 71 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭১ (WBPSC Food SI Practice Set 71)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 71

১) কোন ঐতিহাসিক ব্যক্তি মহীসুরের বাঘ নামে বিশেষ পরিচিত ছিলেন?

[A] হায়দার আলী

[B] টিপু সুলতান

[C] রুদ্রমন

[D] শেরশাহ

Answer – টিপু সুলতান

২) নিচের সম্রাটদের মধ্যে কে রাজকুমার সেলিম নামেও পরিচিত ছিলেন?

[A] জাহাঙ্গীর

[B] আকবর 

[C] শাহজাহান

[D] ঔরঙ্গজেব 

Answer – জাহাঙ্গীর

৩) ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের মধ্যে সিংহাসনের দখল নিয়ে যুদ্ধ বাধে। সেই যুদ্ধের নাম কি? 

[A] বক্সারের যুদ্ধ

[B] কার্নালের যুদ্ধ

[C] তালিকোটার যুদ্ধ

[D] বাহাদুরপুরের যুদ্ধ

Answer – বাহাদুরপুরের যুদ্ধ

৪) সপ্তম শতাব্দীতে নিচের কোন শহরটি চোল রাজ্যের রাজধানী ছিল?

[A] কালিকট

[B] কোটায়াম

[C] কুম্ভকোনয়

[D] কাঞ্চিপুরম

Answer – কুম্ভকোনয়

WBPSC Food SI Practice Set 71

৫) কে ১৭৩৯ খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করেছিলেন ও কোহিনুর হীরে লুট করেছিলেন?

[A] এিবাঙ্কূর

[B] মহীশূর

[C] আকর্ট

[D] বিজয়নগর

Answer – বিজয়নগর 

৬) নিচের কোন শহরে ১৫০০ খ্রিস্টাব্দে প্রথম ইউরোপীয় উপনিবেশ গড়ে উঠেছিল?

[A] সুরাট

[B] কোচিন

[C] মাদ্রাজ

[D] মুম্বাই

Answer – কোচিন

৭) ভারতীয় ইতিহাসের কোন বিখ্যাত ব্যক্তি বৃষ্টির ঝুড়িতে নিজেকে লুকিয়ে আগ্রা থেকে পালিয়েছিলেন?

[A] দারাশিকো

[B] ঔরঙ্গজেব

[C] রানা প্রতাপ

[D] শিবাজী

Answer – শিবাজী 

৮) ১৬০০-১৬০১ খ্রিস্টাব্দে আকবর নিচের কোন দুর্গটি অধিকার করেছিলেন যার ফলে পরবর্তীকালে মোগলদের দক্ষিণাত্য অভিযানের পথ সুগম হয়েছিল?

[A] আসিরগড়

[B] হনুমানগড়

[C] পদ্মাদুর্গ

[D] নরসিংহগড়

Answer – আসিরগড় 

৯) হরপ্পা এবং প্রাক- হরপ্পা- উভয় সভ্যতারই ধ্বংসাবশেষের প্রত্নতাত্ত্বিক নিদর্শন একই স্থানে আবিষ্কৃত হয়েছে। নিচের কোন স্থানটি?

[A] সুওুাজেন দোর

[B] কালিবাঙ্গান

[C] হরপ্পা

[D] বনওয়ালি 

Answer – কালিবাঙ্গান 

১০) মোহাম্মদ বিন তুঘলক দিল্লিতে যে নগরের প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি?

[A] ফিরজাবাদ

[B] শাজাহানাবাদ

[C] ফতেপুর সিএুী

[D] জাঁহাপনা

Answer – জাঁহাপনা 

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) শিবাজীর পুত্র এবং সিংহাসনের উত্তরাধিকারী কে ছিলেন?

[A] রাজারাম

[B] শাহজী ভোঁসলে

[C] শম্ভজী

[D] রামরাজা

Answer – শম্ভজী 

১২) মহারাজা সোয়াই জয় সিংহ ১৭২৭ খ্রিস্টাব্দে কোন শহর প্রতিষ্ঠা করেছিলেন?

[A] অম্বর

[B] জয়সলমীর

[C] যোধপুর 

Answer – জয়পুর 

১৩) ভোজ নিচের কোন বংশের রাজা ছিলেন?

[A] কুণ 

[B] গুজর প্রতিহার

[C] সাতবাহু

[D] চোল

Answer – গুজর প্রতিহার 

১৪) গজনীর মামুদ হিন্দুদের কোন বিখ্যাত শিবমন্দির ধ্বংস করে দিয়েছিলেন?

[A] কেদারনাথ

[B] বৈদ্যনাথ

[C] সোমনাথ

[D] বদ্রিনাথ

Answer – সোমনাথ

WBPSC Food SI Practice Set 71

১৫) চতুর্থ থেকে একাদশ শতাব্দীর মধ্যে পান্ড্য রাজাদের রাজধানী তামিলনাড়ুর কোন শহরটি ছিল?

[A] কাঞ্চিপুরম

[B] মাদুরাই

[C] ভেলোর

[D] কোয়াম্বাটুর

Answer – মাদুরাই

নতুন চাকরির খবর – Click Here