WBPSC Food SI Practice Set 73 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭৩, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 73 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭৩ (WBPSC Food SI Practice Set 73)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 73

১) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মাশ্রী পুরস্কার প্রদান করে?

[A] ১৭

[B] ১৪

[C] ২৯ 

[D] ১৮ 

Answer – ১৮

২) মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল-

[A] ৭ টি

[B] ৬ টি

[C] ১০ টি

[D] ৯ টি

Answer – ৭ টি

৩) নিম্নলিখিত মৌলিক অধিকার গুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন?

[A] সরকারি চাকরি পাওয়ার অধিকার

[B] বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা

[C] শোষণের বিরুদ্ধে অধিকার

[D] চলাচল, বসবাস ও পেশার অধিকার

Answer – চলাচল, বসবাস ও পেশার অধিকার

WBPSC Food SI Practice Set 73

৪) বর্তমানে সম্পত্তির অধিকার হল-

[A] মৌলিক অধিকার

[B] আইনগত অধিকার

[C] প্রাকৃতিক অধিকার

[D] মানবাধিকার

Answer – আইনগত অধিকার

৫) কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়?

[A] অশোক মেহতা কমিটি

[B] সরন সিং কমিটি

[C] বলরাম জাখর কমিটি

[D] সরকারিয়া কমিশন

Answer – সরন সিং কমিটি

৬) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে সত্য?

[A] পার্লামেন্ট সুপ্রিম কোর্ট কে এবং বিধানসভা হাইকোর্টকে নিয়ন্ত্রণ করে

[B] এটি পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন  

[C] কোনোটিই নয়

[D] এটি একটি স্বাধীন সংস্থা

Answer – এটি একটি স্বাধীন সংস্থা

WBPSC Food SI Practice Set 73

৭) নিম্নোক্ত কোন অধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যেকোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? 

[A] সলিসিটার জেনারেল

[B] উপরাষ্ট্রপতি

[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

[D] এটনি জেনারেল

Answer – এটনি জেনারেল

৮) ভারতের এটনি জেনারেলকে নিযুক্ত হন-

[A] রাষ্ট্রপতি দ্বারা

[B] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা

[C] প্রধানমন্ত্রী দ্বারা

[D] লোকসভায় সিম্পল মেজরিটি ভোটের মাধ্যমে 

Answer – রাষ্ট্রপতি দ্বারা

৯) নিম্নে বর্ণিত মামলাগুলোর মধ্যে কোন মামলায় সুপ্রিমকোর্টের রায়ে কোন রাজ্যে সংবিধানের ৩৫৬ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে?

[A] এস, আর, বোম্বাই বনাম ভারত সরকার (কর্নাটক সরকার)

[B] এ, ক, গোপালন বনাম ভারত সরকার

[C] কোনোটিই নয়

[D] কাবেরী জলবন্টন সম্পর্কিত দুই দক্ষিণী রাজ্যের মামলা

Answer – এস, আর, বোম্বাই বনাম ভারত সরকার (কর্নাটক সরকার)

WBPSC Food SI Practice Set 73

১০) ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থাটা কথা বলা রয়েছে?

[A] ২

[B] ১

[C] ৪ 

[D] ৩

Answer – ৩

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ভারতের রাষ্ট্রপতি জাতির জরুরি অবস্থা জারি করতে পারেন-

[A] ৩৫৬ নং আর্টিকেল অনুযায়ী

[B] ৩৫২ নং আর্টিকেল অনুযায়ী

[C] কোনোটি নয়

[D] ৩৬০ নং আর্টিকেল অনুযায়ী

Answer – ৩৫২ নং আর্টিকেল অনুযায়ী

১২) ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন-

[A] যুদ্ধ শুরু হলে বা সম্ভাবনা থাকলে

[B] আর্থিক স্থিতিবস্তা বিঘ্নিত হলে

[C] সংবিধানিক কাঠামো বিপর্যস্ত হলে

[D] উপরোক্ত ঘটনাগুলির মধ্যে যেকোনো একটি ক্ষেত্রে

Answer – উপরোক্ত ঘটনাগুলির মধ্যে যেকোনো একটি ক্ষেত্রে

১৩) ভারতে আর্থিক জরুরি অবস্থা (৩৬০ নং ধারা)  প্রথম জারি হয়েছিল-

[A] ১৯৬৫ সালে

[B] ১৯৬২ সালে

[C] একবারও জারি হয়নি

[D] ১৯৭৫ সালে

Answer – একবারও জারি হয়নি

১৪) ভারতের রাষ্ট্রপতি এখনো পর্যন্ত মোট কতবার জাতীয় আপদকালীন অবস্থা ঘোষণা করেছেন?

[A] ২ বার

[B] ১ বার

[C] একবারও জারি করা হয়নি

[D] ৩ বার

Answer – ৩ বার 

১৫) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোন রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে?

[A] ৩৫৬ নং

[B] ৩৫২ নং

[C] ৩৭০ নং

[D] ৩৬০নং

Answer – ৩৫৬ নং

নতুন চাকরির খবর – Click Here