WBPSC Food SI Practice Set 78 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭৮, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 78 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭৮ (WBPSC Food SI Practice Set 78)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 78

১) কবি হরি সেন কোন রাজার সভাসদ ছিলেন?

[A] বল্লাল সেন

[B] লক্ষণ সেন

[C] সমুদ্রগুপ্ত

[D] চন্দ্রগুপ্ত

Answer – সমুদ্রগুপ্ত

২) কার রাজত্বকালে তুলসীদাস ‘রামচরিতমানস’ লিখেছিলেন?

[A] সমুদ্র গুপ্ত

[B] কৃষ্ণদেব রায়

[C] জাহাঙ্গীর

[D] আকবর

Answer – আকবর

৩) ‘বিজক’ এর রচিয়তা কে? 

[A] কবীর 

[B] তুলসীদাস

[C] গুরু অর্জুন

[D] রামদাস

Answer – কবীর 

৪) মহাভারত অন্য কি নামেও পরিচিত?

[A] বিজয়-পিটকা

[B] জয়ানামা ইতিহাস

[C] ভারতগৌরব

[D] কথাভাস্ত

Answer – জয়ানামা ইতিহাস

WBPSC Food SI Practice Set 78

৫) কোন বাঙালি পন্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম ছিলেন। কে তিনি?

[A] শীলভদ্র

[B] শ্রীজ্ঞান অতীশ

[C] শংকরাচার্য

[D] নাগার্জুন

Answer – শীলভদ্র 

৬) প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় নিচের কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল?

[A] হিনযান বৌদ্ধধর্ম

[B] জৈন ধর্ম

[C] হিন্দু ধর্ম

[D] মহাযান বৌদ্ধধর্ম

Answer – মহাযান বৌদ্ধধর্ম

৭) নিচের কোন মহিলা মোঘল যুগে একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা?

[A] নূরজাহান বেগম

[B] গুলবদন বেগম

[C] উন্নিসা বেগম

[D] জাহানারা বেগম

Answer – উন্নিসা বেগম 

৮) মারাঠি সাহিত্যের বিকাশে উল্লেখ অবদান কার পতন প্রথম ?

[A] যোগী মুকুন্দরাজ

[B] রামদাস

[C] নামদেব

[D] ধ্যানেশ্বর

Answer – নামদেব

৯) গুপ্ত যুগের কোন সাহিত্য সাধক কে ভারতীয় শেখসপিয়ার বলা হয়ে থাকে ?

[A] ভারবি

[B] কালিদাস

[C] হরিষেন

[D] বিষাখদও

Answer – কালিদাস 

১০) সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহার হত ?

[A] পালি

[B] সংস্কৃত

[C] তামিল

[D] কানাড়া

Answer – তামিল 

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) নিচের কাকে আয়ুর্বেদের জনক বলা হয় ?

[A] সুশ্রুত

[B] ধন্বন্তরী 

[C] পতঞ্জলি

[D] চরক

Answer – চরক

১২) বিখ্যাত ঐতিহাসিক আলবিরুনী ভারতে কবে এসেছিলেন ?

[A] 14th শতাব্দি খ্রিস্টাব্দ

[B] 9th শতাব্দি খ্রিস্টাব্দ

[C] 11th শতাব্দি খ্রিস্টাব্দ

[D] 12th শতাব্দি খ্রিস্টাব্দ

Answer – 11th শতাব্দি খ্রিস্টাব্দ

১৩) পাটনা শহরের প্রাচীন নাম নিচের কোনটি ?

[A] পাটালিপুত্র

[B] ত্রিপিটক

[C] কনৌজ

[D] কপিলাবস্ত

Answer – পাটালিপুত্র

WBPSC Food SI Practice Set 78

১৪) কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্রদামন ?

[A] পল্লব

[B] শক

[C] কুষাণ

[D] মৌর্য

Answer – শক

১৫) আক কোন মুসলিম সম্রাট রানি পত্নীর  পদ্মিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন ?

[A] আকবর

[B] হুমায়ুন

[C] আলাউদ্দিন খিলজী

[D] বাবর

Answer – আলাউদ্দিন খিলজী

নতুন চাকরির খবর – Click Here