WBPSC Food SI Practice Set 85 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৮৫, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 85 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৮৫ (WBPSC Food SI Practice Set 85)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 85

১) ভারতের সাথে “Nomadic Elephant- 2 2023” নামে মিলিটারি অনুশীলন শুরু করল কোন দেশ?

[A] মঙ্গোলিয়া

[B] ইন্দোনেশিয়া

[C] স্পেন

[D] জার্মানি

Answer – মঙ্গোলিয়া

২) “India Rising memoir of a Scientist” শিরোনামে বই লিখেছেন কে?

[A] সুরেশ গঙ্গোত্র

[B] আর চিদাম্বরম

[C] উভয়ই

[D] কেউ নন

Answer – আর চিদম্বরম ও সুরেশ গঙ্গোত্র

৩) সম্পতি প্রয়াত ড. মঙ্গলা নারিকর ছিলেন?

[A] সঙ্গীতজ্ঞ

[B] সাহিত্য

[C] অভিনেত্রী

[D] গনিতজ্ঞ

Answer – গনিতজ্ঞ

৪) এখনো পর্যন্ত সব থেকে বেশি মিনারেল ব্লক নিলামের ঘোষণা করল কোন রাজ্য?

[A] ছত্রিশগড়

[B] বিহার

[C] মধ্য প্রদেশ

[D] হিমাচল প্রদেশ

Answer – মধ্য প্রদেশ

WBPSC Food SI Practice Set 85

৫) 64th International Mathematical Olympiad – এ ভারত মোট কটি মেডেল জিতেছেন ?

[A] ছটি

[B] আটটি

[C] দশটি

[D] কুড়িটি

Answer – ছটি

দুটি সোনা, দুটি রূপ ও এবং দুটি ব্রোঞ্চের

৬) কোথায় ভারতের প্রথম অন্তর্জাতিক পাওয়ার প্রজেক্ট চালু করল আদানি গ্রুপ ?

[A] ঝাড়খন্ড

[B] বিহার

[C] পশ্চিমবঙ্গ

[D] মনিপুর

Answer – ঝাড়খন্ড

৭) UP Electricity Regulatory Comm ssion এর চেয়ারম্যান পদে নিযুক্তএর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

[A] জি কে সতীশ

[B] অরবিন্দ কুমার

[C] কেউ নন

[D] সঞ্জয় পান্ডে

Answer – অরবিন্দু কুমার

৮) সম্প্রতি PM METRA Park কোথায় লঞ্চ করা হলো ?

[A] গুজরাট

[B] উত্তর প্রদেশ

[C] অন্ধপ্রদেশ

[D] মহারাষ্ট্র

Answer – মহারাষ্ট্র

WBPSC Food SI Practice Set 85

৯) লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের নিষ্ক্রিয় করতে অপারেশন ত্রিনেত্র – টু লঞ্চ করা হলো কোথায় ?

[A] লাদাখ

[B] জম্বু কাশ্মীর

[C] রাজস্থান

[D] সিকিম

Answer – জম্বু কাশ্মীর

১০) NETI Aayog -এর Exporr pra Paredness tndex 2022 – এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য ?

[A] তামিলনাডু

[B] কেরালা

[C] গোয়া

[D] কর্ণাটক

Answer – তামিলনাডু

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক

১১) Global Summit of Food Satety Regulators পোস্ট করবে কোন দেশ?

[A] আজেরবাইজান

[B] লাটভিয়া

[C] ভারত

[D] থাইল্যান্ড

Answer – ভারত

১২) 2023 Asian Athletics championship – এ ভারত মোট কযটি মেডেল জিতলো ?

[A] ৩০টি

[B] ২৭টি

[C] ১৩ টি

[D] ১৫টি

Answer – ২৭টি

যার মধ্যে ৬ সোনা ১২ রুপো এবং ৯ ব্রোঞ্জের

১৩) michelin India -র নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্তনতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

[A] শান্তনু দেশপান্ডে

[B] অরূপ কুমার

[C] পার্থ বেরা

[D] অমিত রায়

Answer – শান্তনু দেশপান্ডে

১৪) ET HR World Future Skills Awards 2023 জিতল ভারতের কোন সংস্থা ? 

[A] wipro

[B] HCl

[C] NTPC

[D] Infosys

Answer – NPPC

১৫) কোন দেশের সাথে Northern interaction 2023 নামে মিলিটারি গ্রিল অনুষ্ঠিত করছে রাশিয়া ?

[A] চীন

[B] আমেরিকা

[C] অস্ট্রেলিয়া

[D] জাপান

Answer – চীন

নতুন চাকরির খবর – Click Here