WBPSC Upcoming Job Recruitment 2025 – ২০২৫ সালের জন্য পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করলেও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। আপনিও যদি একজন চাকরিপ্রার্থী হন তবে এই প্রতিবেদন আপনার জন্য। জানা গিয়েছে যে, রাজ্যে সব মিলিয়ে ১৭ টি চাকরির পরীক্ষার জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি চাকরির পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে। এর মধ্যে যে চাকরিগুলির জন্য আপনি আগ্রহী সেই চাকরির পরীক্ষাগুলির দিনক্ষণ জেনে নিয়ে প্রস্তুতি শুরু করুন।
(WBPSC Upcoming Job Recruitment 2025)
১) ২০২৩ সালেই ৭ মার্চ থেকে ২২ মার্চ পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি) পরিক্ষা ২০২৩ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। এই পরীক্ষা ২০২৫ সালের ২৩ জুন থেকে ৩ জুলাই এর মধ্যে আয়োজিত হবে বলে খবর। জুডিশিয়াল সার্ভিস এর ফাইনাল পরীক্ষার হবে ০৪ মে, ২০২৫।
২) ২০২৪ ৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছিল সালে WBCS (এক্সিকিউটিভ) প্রিলিমিনারি পরীক্ষার। এই পরীক্ষা আয়োজিত হবে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর।
৩) আগামি ৫ মে, ২০২৫ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির জন্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার আয়োজন করা হবে।
৪) আগামী ২৯ জুন, ২০২৫ তারিখে প্রাথমিকে পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
৫) WBPSC নিয়োগ পরীক্ষার (WBPSC Upcoming Job Recruitment 2025) রেজিস্ট্রেশন ৩ আগস্ট, ১০, ২৩, ২০২৫; ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। যার পরিক্ষা হবে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তারিখ।
৬) ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), WB সরকারে সহকারী মাস্টার্স (B/M) রেজিস্ট্রেশন হবে।
৭) ১৪ সেপ্টেম্বর, ২০২৫ এ পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), সরকারে সহকারী উপদেষ্টা (B/M) পদের নিয়োগের।
৮) ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), সরকারে সহকারী মাস্টার্স (E/M) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৯) ২০২৫ এর ২০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), সরকারে WBPSC সহকারী মিস্ট্রেস (E/M) WB পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১০) ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রাথমিক) 2024 পরীক্ষা হবে।
১১) ১০ জুলাই থেকে ২৫ জুলাই মধ্যে WBPSC AE ২০২৫ পরিক্ষার রেজিস্ট্রেশন হবে। ১৮ অক্টোবর, ২০২৫ তারিখে হবে পরীক্ষা।
১২) ২০২৫ এর ২ নভেম্বর তারিখে WBPSC FPDO ২০২৫ (খাদ্য প্রক্রিয়াকরণ উন্নয়ন কর্মকর্তা/Food Processing Development Officer) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৩) ২০২৫ সালের ৯ নভেম্বর পরিবহন বিভাগের অধীনে WBPSC MVI বিজ্ঞপ্তি ২০২৫ (অ-কারিগরি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
WBPSC Upcoming Job Recruitment 2025
১৪) ৮ মে থেকে ৩০ মে, ২০২৫ তারিখ রেজিস্ট্রেশন হবে WBPSC বিবিধ (Miscellaneous) পরীক্ষার। ২৩ নভেম্বর, ২০২৫ আয়োজন করা হয়েছে পরীক্ষার।
১৫) ৭ ডিসেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি) ২০২৪ পরীক্ষা।
১৬) ২০২৫ সালের ১৪ ডিসেম্বর হবে WBPSC LDA (Livestock Development Assistant) পরীক্ষা।
১৭) আগস্ট ৮ থেকে ২৯ আগস্ট ২০২৪ রেজিস্ট্রেশনের WBPSC ক্লার্কশিপ পরীক্ষা (পর্ব-১) আগামী ২০২৫ সালের ২৮ ডিসেম্বর, ২০২৫ তারিখ আয়োজন করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
রাজ্য সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ, গ্রাম ভিত্তিক কাজ করতে হবে।
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।