Wildlife Institute of India Vacancy 2025 – বন দপ্তরে কর্মী নিয়োগ, বয়স সীমা ১৮ থেকে সর্বোচ্চ ৪০।

Wildlife Institute of India Vacancy 2025 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। ভারতের বন্যপ্রাণী ইনস্টিটিউট দপ্তরে তরফে থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অফলাইন এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাভারতের বন্যপ্রাণী ইনস্টিটিউট
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅফলাইন 
আবেদনের শেষ তারিখ ২৬/০১/২০২৫

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – প্রকল্প বিজ্ঞানী III, জুনিয়র ভেটেরিনারি পরামর্শদাতা, প্রধান প্রকল্প সহযোগী, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রকল্প সহযোগী আই, প্রকল্প সহযোগী II, মাঠকর্মী,প্রকল্প সহকারী।

২) এখানে মোট শূন্যপদ ৩০ টি। 

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৪০মধ্যে হতে হবে। এছাড়া এখানে প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছার পাওয়া যাবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

২) উল্লিখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৮,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৭৮,০০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Wildlife Institute of India Vacancy 2025)

যেহেতু এখানে অনেকগুলো শূন্য পদ আছে, প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে নিচে তার বিস্তারিত আলোচনা করা হলো :-

প্রকল্প বিজ্ঞানী III – এই পদে আবেদন করার জন্য আবেদন কারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে BVSC ও তার সাথে মাস্টার্স / MVSc বা পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে।

জুনিয়র ভেটেরিনারি পরামর্শদাতা – এই পদে আবেদন করার জন্য আবেদন কারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে BVSC বা MVSC যোগ্যতা অর্জন করতে হবে তাহলে আবেদন করা যাবে।

প্রধান প্রকল্প সহযোগী – এই পদে আবেদন করার জন্য আবেদন করার জন্য প্রার্থীকে অতি অবশ্যই স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীকে বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে একাডেমিক ইনস্টিটিউশন / গবেষণা সংস্থা বা যেকোনও সংস্থায় বৈজ্ঞানিক কার্যক্রমে আট বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক বিজ্ঞানে স্নাতকোত্তর (Wildlife Institute of India Vacancy 2025) ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে একাডেমিক ইনস্টিটিউশন/গবেষণা সংস্থা বা যেকোনও সংস্থায় বৈজ্ঞানিক কার্যক্রমে চার বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

প্রকল্প সহযোগী আই – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে প্রাকৃতিক বা কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী/এমভিএসসি স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে বাস্টার্ড সংরক্ষণ প্রজননে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রকল্প সহযোগী II – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে প্রাকৃতিক বা কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে।

মাঠকর্মী – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

প্রকল্প সহকারী – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে B.Sc. বা ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে বাস্টার্ড পালনের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

wii.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) জাত সংস্থাপত্র।
৪) অভিজ্ঞতা সার্টিফিকেট।
৫) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
৬) পাসপোর্ট সাইজের ছবি।

নিয়োগ প্রক্রিয়া (Wildlife Institute of India Vacancy 2025)

এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি (Wildlife Institute of India Vacancy 2025) চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত..
আবেদন শেষ২৬/০১/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

রাজ্যে সমবায় ব্যাংকে গ্রুপ ডি কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৮,৬০০ টাকা। 

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।