Yuvashree New List 2023 – পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সমস্ত বেকার ছেলে মেয়েদের আর্থিক ভাবে সাহায্য করার লক্ষ্যে একটি প্রকল্প চালু করেছে যার নাম যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় সমস্ত ছেলে মেয়েদের প্রতিমাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। এখানে কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই এই প্রকল্পের আয়তায় থাকা যায় ও আবেদনও করা যায়।
অন্যান্য বছরের মত এবছরও সরকারের তরফ থেকে যুবশ্রী প্রকল্পের (Yuvashree New List 2023) নতুন নামের তালিকা প্রকাশ করেছেন। এখানে কেবল মাত্র যারা আবেদন করেছিলেন তারাই চেক করতে পারবেন তাদের আবেদন রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে। কি করে আপনারা আপনাদের নাম আছে কিনা এই প্রকল্পের নতুন লিস্টে চেক করবেন তার জন্য নিচে সমস্ত পদ্ধতি ধাপে ধাপে উল্লেখ করে দেওয়া হয়েছে।
কি ভাবে নামের (Yuvashree New List 2023) তালিকা চেক করা হয়?
সর্বপ্রথম Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করার পরে যুবশ্রী প্রকল্পের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপরে EB নাম্বার এবং সিকিউরিটি ক্যাপচা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই নাম দেখাবে Approved হয়েছে না হয় নি। এইভাবে আপনারা আপনাদের আবেদন চেক করতে পারবেন।
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
নতুন চাকরির খবর – LIC তে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন