11 April 2024 Current Affairs – 11 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স / কমন আসবেই 100%

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11 April 2024 Current Affairs – পশ্চিমবঙ্গের তথা সমস্ত জেলার চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে WBTAK- এর তরফ থেকে  প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হবে। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ। সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ একটাই প্রতিদিনই এই অ্যাফেয়ার্স যদি ফলো করেন অতি অবশ্যই চাকরির ক্ষেত্রে আপনারা খুবই উপকার হবে।

(11 April 2024 Current Affairs)

১} কনস্যুলার ডে 2024 – এ “মেডেল অফ অনার” পেলেন – নীরজ শর্মা।

২} সম্প্রতি ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন – প্রাক্তন লোকসভা স্পিকার মনোহর যোশী।

৩} তামিলনাড়ুতে ইসরোর দ্বিতীয় স্পেসপোর্ট উদ্বোধন করলেন – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৪} ব্যাঙ্গালুরেতে 6G রিসার্চ এবং ডেভলপমেন্টের জন্য চুক্তি স্বাক্ষর করল – Nokia এবং IISC।

৫} ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন – শচীন জৈইন।

(11 April 2024 Current Affairs)

৬} সম্প্রতি ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন – প্রাক্তন লোকসভা স্পিকার মনোহর যোশী।

৭} Archery Asia Cup 2024 – এ ভারত মোট ১৪ টি মেডেল অর্জন করল – এরমধ্যে ৯ টি সোনা, ৪ টি রুপা এবং ১ টি ব্রোঞ্জ।

৮} পশু কল্যাণ স্বার্থে Vantara নামক ইনিসিয়েটিভ লঞ্চ করল – রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রিলায়েন্স ফাউন্ডেশন।

৯} NTPC -এর অপারেশন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন – রবীন্দ্র কুমার।

১০} প্রথম ভারতীয় একক খেলোয়াড় হিসেবে – মাস্টার্স ১০০০ ম্যাচ জিতলেন সুমিত নাগাল।