GP Birla Scholarship 2024 – মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর যারা সফল হয়েছেন তাদের জন্য রইলো বড় খবর। ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন। সরকারি স্কলারশিপের পাশাপাশি,বেসরকারি স্কলারশিপ যেমন জিপি বিড়লা স্কলারশিপে করুন আবেদন। জি.পি. বিড়লা স্কলারশিপে কিভাবে আবেদন করবেন? এই প্রতিবেদনেই জানুন।
জি. পি . বিড়লা স্কলারশিপ
বাংলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে স্কলারশিপ দেয় জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশন। যোগ্যতা অনুযায়ী মেলে স্কলারশিপ। পড়াশোনার যাবতীয় খরচ (GP Birla Scholarship 2024) যেমন টিউশন ফি এবং হোস্টেল ফি সহ সমস্ত খরচ হিসেবে ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। জিপি bdlus স্কলারশিপের আওতায় প্রথম বর্ষে বই কিনতে এককালীন ৭,০০০ টাকা পান পড়ুয়ারা। সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত এই স্কলারশিপ পান ছাত্রছাত্রীরা।
আবেদনের যোগ্যতা (GP Birla Scholarship 2024)
১) এই স্কলারশিপে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ছাত্র-ছাত্রীদের।
২) এই স্কলারশিপ তারাই পাবে যারা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর কিংবা তার বেশি পেয়েছে, আইএসসি/ সিবিএসই পরীক্ষায় ৯০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছে।
৩) পারিবারিক আয় বার্ষিক তিন লক্ষ টাকার কম হলে এই স্কলারশিপের জন্য যোগ্য হবেন ছাত্রছাত্রীরা।
৪) অতিরিক্ত মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে আয়ের সীমা বিবেচনার সাপেক্ষে শিথিল করা যেতে পারে।
ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার যোগ্য কি আপনিও? কিভাবে করবেন আবেদন?
আবেদন প্রক্রিয়া
অনলাইন কিংবা অফলাইন দুইভাবেই জি পি বিড়লা স্কলারশিপে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশনের ওয়েবসাইট www.gpbirlaedufoundation.com তে ভিজিট করে প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং ডকুমেন্টস আপলোড করতে হবে এবং শেষে সাবমিট করতে হবে।
তাহলেও অনলাইনে স্কলারশিপ এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। অফলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর হাতে-কলমে সেই ফর্ম পূরণ করে, তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। তাহলেই অফলাইনে ফর্ম ফিলাপ সম্পন্ন হবে। ছাত্রছাত্রীরা নিজেদের সুবিধে অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে পারেন।
আবেদনের ঠিকানা
জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশন ৭৮. সৈয়দ আমীর আলি এভিনিউ, কলকাতা-৭০০ ০১৯ (ল্যান্ডমার্ক: কলকাতা আইস স্কেটিং রিঙ্ক)
আবেদনের শেষ তারিখ
জিপি বিড়লা স্কলারশিপের (GP Birla Scholarship) আবেদন করার জন্য শেষ তারিখ হলো ১৫ ই আগস্ট ২০২৪।
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Application Form | View Now |
ছাত্র ছাত্রিদের জন্য টাটা স্কলারশিপ, প্রতিটি ছাত্রছাত্রী পাবে ১২,০০০/- টাকা।
বিঃদ্রঃ-উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।