Tata Capital Pankh Scholarship Online -রাজ্যের ছাত্রছাত্রিদের জন্য টাটা ক্যাপিটাল পান্থ স্কলারশিপ। ছাত্র ছাত্রীর জন্য পড়াশোনা খরচা চালানোর জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি স্কলারশিপ বিভিন্ন সংস্থা দিয়ে থাকে। ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে এবং ভবিষ্যতে উচ্চস্থানে পৌঁছতে পারে তার জন্য বৃত্তি হিসাবে পড়াশোনা খরচ বাবদ বেসরকারি সংস্থা এই স্কলারশিপ দিয়ে থাকে।
ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার যোগ্য কি আপনিও? কিভাবে করবেন আবেদন?
আবার টাটা ক্যাপিটাল পান্থ স্কলারশিপ আবেদন পদ্ধতি শুরু হয়ে গেল। এই স্কলারশিপের জন্য কি যোগ্যতার প্রয়োজন ? এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন ? আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন ? আসুন আজকের এই প্রতিবেদন সহকারে সকল তথ্য বিস্তারিত জেনে নিই। সকল তথ্য বিস্তারিত জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অধ্যায়ন করতে হবে ।
টাটা স্কলারশিপ কি ?
ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সরকারির পাশাপাশি কয়েকটি বেসরকারি সংস্থা স্কলারশিপ বৃত্তি প্রদান করে থাকে। সেরকম টাটা ক্যাপিটাল পান্থ স্কলারশিপ হল একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ এবং আন্ডারগ্রাজুয়েট জেনারেল কলেজ স্টুডেন্টসরা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সুবিধা পেয়ে থাকে।
Tata Capital Pankh Scholarship Online
এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ?
এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রার্থীদের নিচের যোগ্যতা সম্পন্ন হতে হবে।
১. ভারতের একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক,একাদশ,দ্বাদশ,General আন্ডার গ্রাজুয়েট কোর্স যথাক্রমে বিএ, বিএসসি, বিকম এবং ডিপ্লোমা শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারে।
২. আবেদনকারীদের অবশ্যই পূর্ববর্তী ক্লাসে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে।
৩. আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয় INR 2.5 লক্ষের কম বা সমান হতে হবে৷
৪. Tata Capital & Buddy4Study-এর কর্মচারীদের সন্তানরা যোগ্য নয়।
৫. শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত।
এই স্কলারশিপের সুবিধাবলী ? (Tata Capital Pankh Scholarship Online)
এই স্কলারশিপে আবেদনে উপযুক্ত প্রার্থীরা নির্দিষ্ট সুবিধা পাবেন। আবেদনকারী উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই স্কলারশিপ থেকে সর্বনিম্ন ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১২,০০০/- টাকা বৃত্তি হিসাবে পাবে।
কিভাবে আবেদন জানাবেন ?
উপরিক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবে। আবেদন করার জন্য প্রার্থীদের নিচের পদ্ধতিগুলি ধাপে ধাপে অনুসরণ করতে হবে।
১) অনলাইনে আবেদন জানানোর জন্য প্রথমে ইচ্ছুক প্রার্থীদের Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে যোগ্যতায় আবেদন জানাবেন তার Apply Now অপশনে ক্লিক করতে হবে।
৩) তারপর আবেদনকারীদের বৈধ মোবাইল নাম্বার / ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ।
৪) তারপর লগইন করে স্ক্রিনে আসা আবেদনপত্রটি নিজের যাবতীয় সঠিক তথ্য সহকারে নির্ভুলভাবে পূরণ করতে হবে।
৫) তারপর আবেদনের জন্য প্রাসঙ্গিক নথিপত্র সঠিকভাবে আপলোড করতে হবে।
৬) সর্বশেষে আবেদনকারীর দ্বারা পূরণ করা সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে প্রদর্শিত হলে, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
আবেদনের জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন ?
১) মার্কশিট বা পূর্ববর্তী ক্লাসের গ্রেড কার্ড।
২) ভর্তির প্রমাণ (স্কুল/কলেজ আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট, ইত্যাদি)।
৩) ছবি পরিচয় প্রমাণ (আধার কার্ড)।
৪) আয়ের প্রমাণ (ফর্ম 16A/সরকারি কর্তৃপক্ষের দ্বারা জারি করা আয়ের শংসাপত্র/বেতন স্লিপ, ইত্যাদি)।
৫) বর্তমান শিক্ষাবর্ষের ফি রসিদ।
৬) বৃত্তি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
৭) অক্ষমতা এবং জাত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)।
৮) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।