PM Scholarship 2024 – কেন্দ্র সরকারের PM স্কলারশিপ, প্রতিমাসে ৩০০০/-টাকা দেবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM Scholarship 2024 – কেন্দ্র সরকারের তরফে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন। রাজ্য ও কেন্দ্র সরকার বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে সুবিধা পৌঁছেদেন। সেরকমই প্রধানমন্ত্রী স্কলারশিপ নামে নতুন স্কলারশিপ সরকারের তরফে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে চালু হতে চলেছে। উচ্চমাধ্যমিক স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের চিন্তার কোন কারণ নেই সকল পড়াশোনা খরচা দেবে কেন্দ্র সরকার। স্কলারশিপ আবেদন করলেই মিলবে প্রতিমাসে পড়াশুনার খরচা বাবদ টাকা।

এই স্কলারশিপের সুবিধা ? এই স্কলারশিপের আবেদন পদ্ধতি ? এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদন কারীদের কি যোগ্যতার প্রয়োজন ? ইত্যাদি বিস্তারিত তথ্যের সমাধান নিয়ে আজকের এই প্রতিবেদন। 

PM Scholarship 2024

স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

১) আবেদনকারীকে অবশ্যই ৬০% নাম্বার পেয়ে উচ্চমাধ্যমিক/ডিপ্লোমা/স্নাতক পাস করতে হবে।
২) প্রাক্তন সেনাকর্মী বা বিভিন্ন পুলিশ কর্মীদের সন্তান ও বিধবা স্ত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ‌
৩) যেকোন ডিগ্রী কোর্স শুরু করার প্রথম বছরেই এই স্কলারশিপ আবেদনকারীরা পাবে।
৪) আবেদন প্রার্থীকে AICTE বা UGC দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোর্স করতে হবে।

স্কলারশিপ সুবিধা (PM Scholarship 2024)

এই প্রধানমন্ত্রী স্কলারশিপে প্রতিবছর ৫৫০০/- জন ছাত্র-ছাত্রীকে এই স্কলারশিপের সুবিধা দেওয়া হয়। এই স্কলারশিপ সুবিধা হিসাবে পুরুষ প্রার্থীরা প্রতি মাসে ২৫০০/- টাকা এবং মহিলা প্রার্থীরা প্রতি মাসে ৩০০০/- টাকা স্কলারশিপর সুবিধা পাবেন।

স্কলারশিপের আবেদন পদ্ধতি

এই স্কলারশিপ আবেদনের জন্য (PM Scholarship 2024) আবেদনকারীদের কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। নিম্নোক্ত পদ্ধতিগুলি সঠিকভাবে অবলম্বন করলে প্রার্থীরা খুব সহজে আবেদন জানাতে পারবে ‌।

১) আবেদনকারীদের এই স্কলারশিপ এ যুক্ত হওয়ার জন্য উপরের যোগ্যতার থেকে থাকলে https://ksb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য দিয়ে আবেদন পত্রের পার্ট-১ পার্ট -২ পূরণ করতে হবে।

২) আবেদনকারীদের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ (PM Scholarship 2024) করার জন্য আবেদান প্রার্থীর নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, ঠিকানার যাবতিয় ডিটেলস, ব্যাংক একাউন্টের সমস্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা তথ্য, বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।

৩) রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি সঠিকভাবে নির্দিষ্ট সাইজের আপলোড করতে হবে।

৪) আবেদন পুরোপুরি সম্পূর্ণ হলে আবেদনকারীদের আবেদনপত্রের প্রিন্ট কপি বার করে নিজের কাছে রেখে দিতে হবে। আবেদনকারীর অবশ্যই মনে রাখতে হবে নিজের পাসওয়ার্ড ও ইউজার আইডি।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১) জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে (PM Scholarship 2024) মাধ্যমিক সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট।
২) আবেদনকারীর আইডেন্টি প্রুভ হিসাবে আধার কার্ড/রেশন কার্ড।
৩) দ্বাদশ, ডিপ্লোমা বা স্নাতক যেকোন পূর্ববর্তী কোর্সের মার্কশিট ।
৪) ব্যাংক একাউন্টের পাসবুক।
৫) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোকপি।
৬) বোনাফাইড সার্টিফিকেট।
৭) আবেদনকারীর পিতা বা স্বামী পূর্বোক্ত যে কাজে যুক্ত ছিল তার যাবতীয় নথিপত্র।

আবেদনের সময়সীমা (PM Scholarship 2024)

খুব শীঘ্রই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

রাজ্য নতুন সেবা সখী প্রকল্প, আবেদন করলেই ৭৫০০ টাকা

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।