Seva Sakhi Prakalpa – রাজ্য নতুন সেবা সখী প্রকল্প, আবেদন করলেই ৭৫০০ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Seva Sakhi Prakalpaআবারও একটি নতুন প্রকল্পের নাম রাজ্য সরকার ঘোষণা করল। যার নাম হচ্ছে সেবা সখী প্রকল্প। এই প্রকল্প মূলত রাজ্যের মেয়েদের কর্মসংস্থানের জন্যই তৈরি করা। কিন্তু কি ভাবে কর্মসংস্থান হবে? বেতনই বা কি থাকবে? এই সমস্ত নিয়েই আজকের এই প্রতিবেদন টি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন এবং প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে শেয়ার করবেন।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে দিনকে দিন বিভিন্ন রকম প্রকল্প ঘোষণা করা হচ্ছে এবং তার (Seva Sakhi Prakalpa)মধ্যে কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আবারও রাজ্য সরকার নতুন একটি প্রকল্প ঘোষণা করেছে যার নাম সেবা সখী প্রকল্প।

আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি, আবেদন পদ্ধতি দেখে নিন

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা কর্মসংস্থানের সুযোগ পাবে। রাজ্যের প্রতিটি ব্লকে কুড়িজন করে মহিলা নিয়ে এই প্রকল্প শুরু হতে চলেছে। যার ফলে রাজ্যের মহিলারা নিজে থেকে আর্থিক স্বাবলম্বী হতে পারবে সঙ্গে বেকারত্ব মিটবে। 

(Seva Sakhi Prakalpa)

এই প্রকল্পে কাজ কি?

মূলত এই প্রকল্প তৈরি করা হয়েছে রাজ্যের অসুস্থ ও বৃদ্ধ-বৃদ্ধা মানুষদের সঠিক ভাবে পরিষেবা দেওয়া জন্য। এই প্রকল্পের শুরুতে ট্রেনিং নিয়ে পরবর্তীকালে বিভিন্ন গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্টের অধীনে কাজ করতে পারবে। তবে এটাও ঠিক সবার প্রথম পুরো পশ্চিমবঙ্গেই যে এই প্রকল্প থেকে কর্মী নিয়োগ করা হবে সেরকম কিন্তু নয়।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

সর্বপ্রথম একটি পাইলট প্রজেক্ট হিসাবে চালু করা হবে যার জন্য কিছু ব্লক কে চিহ্নিত করা হয়েছে শুরুতে সেখান থেকে এই প্রজেক্ট চালু হবে এবং সেখানকার রিপোর্ট এর উপর ভিত্তি করে পরবর্তীকালে এটা আর অন্যান্য ব্লকে চালু হবে।

কোন কোন ব্লকে এখন চালু হতে পারে?

সর্ব প্রথম দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার রাজারহাট, হাওড়ার আমতা এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লককে সেবা সখী প্রকল্পের জন্য বেছে (Seva Sakhi Prakalpa) নেওয়া হয়েছে। শুরুতে এই ব্লক গুলিকে চিহ্নিত করার পেছনে আরেকটি কারণও হচ্ছে দেখা গেছে শহরগুলি অঞ্চলে প্রচুর নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধা বসবাস করেন কিন্তু তাঁরা আর্থিকভাবে সচ্ছল হলেও পরিবারের সদস্যরা  অন্যত্র যাওয়াতে তারা সর্বদাই একাকী থাকতে বাধ্য হন তাদের উদ্দেশ্যেই সবার প্রথম এই ব্যবস্থা করা।

প্রকল্প সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে সেবা কর্মী হিসাবে গড়ে তোলা হবে। প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন জায়গায় কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। বিভিন্ন ব্লকে ব্লকে স্বাস্থ্য কেন্দ্রগুলো বা গ্রামীণ হাসপাতালে বা পোলিও সেন্টারে এবং অন্যান্য জায়গা গুলোতে তাদের কাজের ব্যবস্থা তৈরি হবে। 

এছাড়া এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম প্রাথমিক চিকিৎসা করার প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন রোগীকে সঠিক ওষুধ দেওয়া, এছাড়া ব্লাড প্রেসার মাপা, ড্রেসিং করা, ব্যান্ডেজ করা ইত্যাদি এই কাজগুলির ট্রেনিং দেওয়া হবে এবং পরবর্তীকালে ট্রেনিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে একটি সংসপত্র দেওয়া হবে। যাতে পরবর্তীকালে তারা কোন বেসরকারি সংস্থা  কাজ করতে গিয়েও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।

এই প্রকল্পের দৈনিক ভাতা কি থাকছে?

জানা গিয়েছে এই প্রকল্পে গ্রাম অঞ্চল গুলোতে ট্রেনিং চলাকালীন প্রতিদিন ২৫০ টাকা করে ভাতা দেওয়া হবে ও শহরাঞ্চলে ট্রেনিং চলাকালীন প্রতিদিন ৩০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অতি অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমাদের whatsapp গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ওপরে সরাসরি লিংক দেওয়া আছে সেখান থেকে।

WB Yuvashree Prakalpa 23-2024