Amar karmadisha Scheme – আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি, কিন্তু কি ভাবে আবেদন পদ্ধতি দেখে নিন।

Amar karmadisha Scheme – আবারো রাজ্যের বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে আমার কর্মদিশা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে বহু বেকার যুবক-যুবতী।

কিন্তু কি ভাবে?  কি ভাবে এখানে আবেদন করা যাবে? কোথায় গিয়ে আবেদন করতে হবে? সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন এবং অনুরোধ একটাই প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে শেয়ার করবেন।

Amar karmadisha Scheme – আমার কর্মদিশা

বর্তমান সময় বহু বেকার যুবক-যুবতী (Amar karmadisha Scheme) পড়াশোনা করেও কাজ পাচ্ছে না ফলে তাদের মধ্যে দিনকে দিন হতাশ তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে ভালো শিক্ষিত হয়েও মনের মত কাজ পাওয়া যাচ্ছে না আবার দিনের পর দিন বিভিন্ন জায়গায় আবেদন বা ইন্টারভিউ দিয়েও কোনো রকম চাকরি হচ্ছে না।

WB Yuvashree Prakalpa 23-2024

আর এসব কথা চিন্তা করেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে বেকারদের বেকারত্ব দূর করার। তাই জন্যই একটি নতুন প্রকল্প সবার সামনে তুলে ধরেছে যার নাম আমার কর্মদিশা প্রকল্প।

এই প্রকল্প কোথায় (Amar karmadisha Scheme) শুরু হচ্ছে?

ইতিমধ্যে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে আর শেষ হচ্ছে আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত। এই ক্যাম্পে ইতিমধ্যে রাজ্যের বাসিন্দারা ৩৬ টি পরিষেবা পেয়ে থাকছে। মূলত এই ক্যাম্পে নতুন চমক রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান মুখী করার। এই প্রকল্পে আবেদনের পরে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন স্থানে চাকরির আবেদন করার সুযোগ পাওয়া যাবে।

এই প্রকল্পে কি কি সুবিধা থাকছে?

এই প্রকল্পে আবেদন করায় বহু বেসরকারি সংস্থা গুলিতে ট্রেনিং ও ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেবে (Amar karmadisha Scheme) সরকার ফলে বেকার যুবক-যুবতী নতুন কাজের সন্ধান পাবে। এখানে ট্রেনিং নেওয়ার পরে বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে নিজেদের পছন্দ মত কাজ বেছে নিতে পারবে। তাছাড়াও থাকছে সরকারি ITI গুলিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।

এখানে আবেদন করার যোগ্যতা কি লাগছে?

এখানে আমার কর্মদিশা প্রকল্পের সুবিধা পেতে পারে শুধুমাত্র ১৫ থেকে ৪৫ বছরে যুবক যুবতীরা। এই বয়েসের যুবক যুবতীরা দুয়ারে সরকারের ক্যাম্পের গিয়ে আমার কর্মদিশা প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে পারা যাবে। 

আবেদন পদ্ধতি কি আছে?

এই প্রকল্পের বিস্তারিত তথ্য জানার জন্য ক্যাম্পে গিয়েও জানা যেতে পারে, এ ছাড়া বাড়িতে বসেও নিজের মোবাইল দিয়েও আমার কর্মদিশা অ্যাপ ডাউনলোড করে সেখানেও আবেদন করে ফেলা যেতে পারে।

আবেদন করার (Amar karmadisha Scheme) জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ইনকাম সার্টিফিকেট ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগছে। তাছাড়া আর অন্যান্য ডকুমেন্টস লাগতে পারে অতি অবশ্যই যখন আবেদন করবেন দেখে নেবেন এখানে কি কি ডকুমেন্ট চাওয়া হচ্ছে। 

Amar karmadisha Scheme – আমার কর্মদিশা

সম্প্রতি কিভাবে ইনকাম সার্টিফিকেট অনলাইন এর মাধ্যমে বাড়িতে বসে আবেদন করা যেতে পারে তার বিস্তারিত তথ্য একটি প্রতিবেদনের মাধ্যমে এই ওয়েবসাইটে উল্লেখ করে দেওয়া আছে। অতি অবশ্যই সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন।

বাড়িতে বসেই BDO ইনকাম সার্টিফিকেট Online আবেদন করুন

তাছাড়া এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে হলে অতি অবশ্যই এই ওয়েবসাইটটি কে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না। বিভিন্ন রকম চাকরির টিপস ও নতুন কি কি চাকরি বেরোচ্ছে তার তথ্য এই ওয়েবসাইটে তুলে ধরা হয়। অতি অবশ্যই আপনারা প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে শেয়ার করতে ভুলবেন না।

নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন