BDO Income Certificate Apply – এবার বাড়িতে বসেই BDO ইনকাম সার্টিফিকেট Online আবেদন ও ডাউনলোড করুন!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BDO Income Certificate Apply – আমরা প্রত্যেকেই জানি দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে বিভিন্ন সময় ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে। যেমন বেসরকারি বা সরকারি কোনো সংস্থা স্কলারশিপ এর আবেদন করতে গেলে ইনকাম সার্টিফিকেট চেয়ে বসে ঠিক আবার ব্যবসার ক্ষেত্রে বা ITI ফাইলের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে।

আর এই ইনকাম সার্টিফিকেট বানাতে গিয়ে যেমন সময় তেমন অর্থ খরচ হয় বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে। তবে আর চিন্তা নেই আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো কি ভাবে বাড়িতে বসে e District 2.0 Portal সাহায্যে আপনারা নিজে থেকেই আবেদন করতে পারবেন ও ডাউনলোডও করতে পারবেন। 

WB Yuvashree Prakalpa 23-2024

এই ইনকাম সার্টিফিকেট আবেদন করার আগে কি কি তথ্য লাগবে সেটা জেনে নিন (BDO Income Certificate Apply)

ইনকাম সার্টিফিকেট বানানোর জন্য সর্বপ্রথম পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর লাগবে পাসপোর্ট সাইজের ফটো। বসবাসের প্রমাণপত্র হিসাবে – Residential Certificate issued by Passport / EPIC / Driving License / S.D.O / Govt. Id card / Ration Card ইত্যাদি ডকুমেন্টস এর মধ্যে থাকলেই আপনার এখানে আবেদন করতে পারবেন। এছাড়া উপার্জনের প্রমাণপত্র হিসেবে এই ডকুমেন্টগুলো আপনারা দিতে পারেন যেমন Salary Certificate, Municipality Councilor / Income Proof from Gram Pradhan , IT Return Certificate ইত্যাদি থাকলে আবেদন করতে পারবেন।

কন্যা সন্তান থাকলে পাবেন ২৫ হাজার টাকা, আবেদন পদ্ধতি দেখুন

দেখে নিন এইবার কিভাবে আবেদন করবেন

সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (e District 2.0)। এরপর সেখানে সাইন আপ বা লগইন করতে হবে নিজের বৈধ মোবাইল নাম্বার বসিয়ে। এরপর একটি আইডি তৈরি করতে হবে যারা আগে আইডি তৈরি করেছেন তাদের আর আগের মত নতুন করে আইডি তৈরি করতে হবে না। 

যারা নতুন আইডি তৈরি করবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করবেন ভাবছেন তাদের এখানে মোবাইল নাম্বার, জন্মের তারিখ, জিমেল আইডি, পছন্দ মতো ইউজার নাম দিয়ে আপনারা রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে পারেন।

(BDO Income Certificate Apply)

এরপর আপনারা দেখতে পারবেন কি সার্ভিসের জন্য আবেদন করছেন সেটা উল্লেখ করা থাকবে সেখানে গিয়ে Income Certificate এ ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের একটি আবেদন ফরম চলে আসবে সেখানে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার যাবতীয় যা চেয়েছে সেগুলি ফিলাপ করে সঙ্গে একটু ডকুমেন্টস যা 150KB এর মধ্যে PDF আকারে আপলোড করে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আবেদন করার সাথে সাথেই একটি অ্যাপ্লিকেশন নাম্বার ও অ্যাপ্লিকেশন কপি পাবেন অর্থাৎ আবেদন (BDO Income Certificate Apply) করেছেন তার কপি, সেটিকে সঙ্গে যত্ন সহকারে রেখে দেবেন পরবর্তী সময়ে ড্যাশবোর্ডে গিয়ে সেখানে আপনারা দেখতে পারবেন আপনার আবেদনটি গ্রহণ হয়েছে না রিজেক্ট হয়েছে?

(BDO Income Certificate Apply)

যদি গ্রহণ হয় সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া যদি রিজেক্ট হয় কেন রিজেক্ট হয়েছে সেটা সেখানে দেখতে পারবেন। এইভাবে আপনারা বাড়িতে বসে নিজে থেকেই আপনাদের ইনকাম সার্টিফিকেট আবেদন বা ডাউনলোড করতে পারবেন। এই ধরনের প্রতিবেদন পেতে অবশ্যই এই ওয়েবসাইটটিকে ফলো করতে ভুলবেন না।

নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন