Government New Scheme For Girl – কন্যা সন্তান থাকলে পাবেন ২৫ হাজার টাকা, আবেদন পদ্ধতি দেখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Government New Scheme For Girl – আবারো রাজ্য বাসীদের জন্য খুশির খবর। রাজ্য ও কেন্দ্র এই দুই সরকার প্রায় প্রতিদিনই বলতে গেলে নতুন নতুন প্রকল্প ঘোষণা করছে রাজ্যের সমস্ত জনগণের জন্য। ঠিক তেমনি তার মধ্যে একটি অন্যতম প্রকল্প কেন্দ্র সরকারের তরফ থেকে এদিন সবার সামনে আলোকপাত করা হলো। বাড়িতে কন্যা সন্তান থাকলেই ২৫ হাজার টাকা পাবেন। আর আজকের এই বিষয় নিয়েই এই প্রতিবেদন টি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন এবং কি করে এখানে আবেদন করতে হবে সেই পদ্ধতি জানতে পারবেন।

বর্তমান সমাজে দেশের উন্নতির স্বার্থে দেশের যুবকরা যেমন এগিয়ে আসছে ঠিক তেমনি দেশের নারীরা পিছিয়ে নেই। তারাও সমান (Government New Scheme For Girl) গতিতে সমান পাল্লা দিয়ে এগিয়ে চলছে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। তবে অনেক ক্ষেত্রেই এটাও দেখা গেছে মেধাবী অনেক কন্যা সন্তান নিজের পছন্দ মত পড়াশোনা করতে পারছে না বা সময়ের আগে বিয়ে হয়ে যাচ্ছে শুধুমাত্র আর্থিক অবস্থা খারাপের জন্য। 

Government New Scheme For Girl

আর এসব চিন্তা ভাবনা করেই সরকার এবার (Government New Scheme For Girl) সমস্ত কন্যা সন্তান জন্য ২৫ হাজার টাকা অনুদানের ব্যবস্থা করেছে। আসল উদ্দেশ্য হল কন্যা সন্তানের জন্মানোর পর পরিবার যেন তাকে কোনভাবে অবহেলিত না করে সঠিক ভাবে পড়াশোনা করানো ও তার ভবিষ্যৎ উজ্জ্বল করার উদ্দেশ্যে এগোই।

এই প্রকল্পের নাম হচ্ছে সুমঙ্গলা যোজনা। এই প্রকল্পর আয়তায় কেবলমাত্র যে বাড়িতে কন্যা সন্তান জন্মাবে তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবে। তবে এই প্রকল্পে পশ্চিমবঙ্গের বাংলার সন্তানরা পাবে না। আপাতত এই প্রকল্প শুরু হয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের রাজ্যের বাসিন্দারা। যার ফলে শুধুমাত্র সেখানকার কন্যা সন্তানরাই আপাতত এই ২৫ হাজার টাকার সুবিধা পাচ্ছে।

কবে এবং কিভাবে টাকা একাউন্টে ঢুকবে?

এখানে টাকা কিন্তু এককালীন একাউন্টে আসবে না। আবেদন (Government New Scheme For Girl) করার সাথে সাথে কন্যা সন্তান পড়াশোনা জন্য একের পর এক যখন ক্লাসে উঠতে থাকবে এবং সেই অনুযায়ী পঁচিশ হাজার টাকার মধ্যে ভাগ করা থাকবে এবং সেই ভাগ অনুযায়ী একাউন্টে ঢুকতে থাকবে। নিজে ভাগ করে দেওয়া হল – 

Government New Scheme For Girl

যখন শিশু কন্যার বয়স মাত্র এক বছর হবে তখন সরকারের তরফ থেকে ২০০০/- টাকা প্রদান করা হবে। কন্যা প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার পরই সরকারের তরফ থেকে ৩০০০/- টাকা প্রদান করা হবে। যখন কন্যা ষষ্ঠ শ্রেণীতে উঠলে আবারো ৩০০০/ টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে। নবম শ্রেণীতে ওঠার পরে ৫০০০/- টাকা প্রদান করা হবে। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়ে কন্যা সন্তান কলেজে ভর্তি হলে সরকার দেবে ৭০০০ টাকা। সর্বশেষ ১৮ বছর পূর্ণ হলে বাকি ৫০০০/- টাকা উত্তর প্রদেশের সরকারের তরফ থেকে প্রদান করা হবে।

সুমঙ্গলা যোজনার সুবিধা কারা পাবে?

আপাতত এই প্রকল্পের সুবিধা উত্তর প্রদেশের স্থায়ী বাসিন্দা একমাত্র পাবে সে ক্ষেত্রে এখানকার স্থায়ী বাসিন্দায় হতে হবে। পরিবার পিছু সর্বোচ্চ দুজন কন্যা (Government New Scheme For Girl) এই সুবিধা পেতে পারে। যে পরিবারে বার্ষিক আয় অন্তত তিন লক্ষ টাকার মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য সংস্থার (mksy.up.gov.in) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে আবেদন করতে হবে।

WB Yuvashree Prakalpa 23-2024

এই ধরনের সমস্ত প্রকল্পের আপডেট এ ছাড়া চাকরি বিজ্ঞপ্তি ও বিভিন্ন রকম স্কলারশিপের আপডেট সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটি ফলো করতে ভুলবেন না।

নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন