Railway Ticket Seller Recruitment 2023 – রেলে টিকিট কালেক্টর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway Ticket Seller Recruitment 2023 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রেলের টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন। 

নিয়োগ সংস্থাEastern Railway/ Asansol
পদের নামHalt Contractor
মোট শূন্যপদনিজে উল্লেখ করা আছে 
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ২৬-১২-২০২৩

নতুন চাকরির খবর – আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন

পদের নাম (Railway Ticket Seller Recruitment 2023)

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Halt Contractor for selling of tickets।

বয়স সীমা ও বেতন 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা ১৮ থেকে এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে।

২) যদি আপনার এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে (Railway Ticket Seller Recruitment 2023) আপনাদের বেতন প্রতিমাসে  সংস্কার বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন ভিত্তিক আপনাদের বেতন প্রদান করা হবে সে ক্ষেত্রে আরও বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে রেখে নিতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা (Railway Ticket Seller Recruitment 2023)

উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে তাছাড়া এই বিজ্ঞপ্তি যেখান থেকে বেরিয়েছে অর্থাৎ যে ডিভিশন থেকে বেরিয়েছে সেই ডিভিশনের যে স্টেশন গুলির কথা (Railway Ticket Seller Recruitment 2023) উল্লেখ করা হয়েছে সেই এলাকার স্থায়ী বাসিন্দারা একমাত্র এখানে আবেদন করতে পারবে। এর সাথে শারীরিক ভাবে  ফিট থাকতে হবে আবেদন করার জন্য। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

er.indianrailways.gov.in/ পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৮-১১-২০২৩
আবেদন শুরু২৬-১২-২০২৩
আবেদন শেষ২৬-১২-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটer.indianrailways.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsView Now

নতুন চাকরির খবর – মাধ্যমিক পাশে রেলে আবারো কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১১০৪