Railway Apprentice Recruitment 2023 – মাধ্যমিক পাশে রেলে আবারো কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১১০৪ টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway Apprentice Recruitment 2023 – আবারো ভারতীয় রেলওয়ে নর্থ ইস্টার্ন শাখার তরফে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি এদের মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে।

ভারতবর্ষের নাগরিক হলে আবেদন করা যাবে সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী আবেদন যোগ্য। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন। 

নিয়োগ সংস্থাRRC North Eastern Railway, Gorakhpur
পদের নামApprentice
মোট শূন্যপদ১১০৪
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ২৪-১২-২০২৩

নতুন চাকরির খবর –জেলায় হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য পদে নিয়োগ, বেতন ১৩ হাজার থেকে

পদের নাম ও শূন্যপদ (Railway Apprentice Recruitment 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Apprentice।

২) এখানে মোট ১১০৪ জনকে নিয়োগ করা হবে। Mechanical Workshop, Signal Workshop, Bridge Workshop, Diesel Shed, Carriage & Wagon ইত্যাদি ট্রেড গুলিতে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন (Railway Apprentice Recruitment 2023) করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২৪ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে।

২) যদি আপনার এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ভারতীয় রেলওয়ে বেতন পরিকাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Railway Apprentice Recruitment 2023)

উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে ৫০ শতাংশ নাম্বার নিয়ে তার সাথে অতি অবশ্যই ITI সার্টিফিকেট থাকতে হবে উল্লেখিত ট্রেডগুলির মধ্যে যে কোন একটিতে। তাহলে এখানে আবেদন করা যাবে। এছাড়া ট্রেনিং এর সর্বশেষে সার্টিফিকেট ও প্রদান করা হবে। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

ner.indianrailways.gov.in/ পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া (Railway Apprentice Recruitment 2023)

এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে ITI ট্রেড ও মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর নির্ভর করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

এখানে কি আবেদন মূল্য লাগছে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মুল্য কি আছে এবং কাদেরকে আবেদন মূল্য দিতে হবে? এছাড়া কোথায় আবেদন মূল্য দিতে হবে এই সংক্রান্ত সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে যাচাই করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অনলাইন এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৫-১০-২০২৩
আবেদন শুরু২৫-১১-২০২৩
আবেদন শেষ২৪-১২-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটner.indianrailways.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
🌐 More DetailsClick Here

নতুন চাকরির খবর – মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ১১,০০০/- টাকা