WB Mid Day Meal Recruitment 2023 – রাজ্যের একটি জেলার ব্লক অফিস তরফ থেকে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে।
এখানে কেবলমাত্র সরকারি অবসর প্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | BDO Office Sagardighi Murshidabad |
পদের নাম | Assistant Accountant (BLock Level) |
মোট শূন্যপদ | নিজে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ১২-১২-২০২৩ |
নতুন চাকরির খবর – রাজ্যে লাইব্রেরীতে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা
পদের নাম ও শূন্যপদ (WB Mid Day Meal Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Assistant Accountant (BLock Level)
২) এখানে মোট ০১ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB Mid Day Meal Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬৫ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) যদি আপনার এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১১,০০০/- টাকা প্রদান করা হবে। যদিও এই চাকরিটি সম্পূর্ণ টেম্পোরারি কন্টাকচুয়াল বেসিসে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB Mid Day Meal Recruitment 2023)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই রিটায়ার সরকার স্টাফ হতে হবে তার সাথে অন্তত পাঁচ বছরের অ্যাকাউন্ট সম্বন্ধে কাজ করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
murshidabad.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) PPO সার্টিফিকেট
৬) এছাড়া আরো অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার (WB Mid Day Meal Recruitment 2023) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৮-১১-২০২৩ |
আবেদন শেষ | ১২-১২-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | murshidabad.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
🌐 More Details | Click Here |
নতুন চাকরির খবর – রাজ্য বন দপ্তরেও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ