WB New Volunteer Recruitment 2023 – এবার রাজ্য বন দপ্তরেও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB New Volunteer Recruitment 2023 – এবার রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য খুশির হাওয়া বয়ে নিয়ে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে এমনই খবর এসেছে। রাজ্যে বনদপ্তরে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে।

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যে “Forest Volunteer” নিয়োগ করা হবে “Civic Volunteer” এর সাথে সামঞ্জস্য রেখে। এখানে কারা আবেদন করতে পারবে? কোথায় গিয়ে আবেদন করতে হবে? এই বিজ্ঞপ্তি কোথায় বা প্রকাশিত হয়েছে? সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন এবং প্রয়োজনীয় ব্যক্তিকে শেয়ার করবেন।

বেশ কিছু সময় আগে মন্ত্রি (WB New Volunteer Recruitment 2023) সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জঙ্গলে সিভিক ভলিন্টিয়ার মতো ফরেস্ট ভলেন্টিয়ার রাখার কথা তুলে ধরা হয়েছিল। আর এবার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সবুজ সিগন্যাল পাওয়া গেছে। মূলত এই উদ্যোগ নেওয়ার আসল কারণ এটাই মানুষ ও জঙ্গলের পশু প্রাণীদের মধ্যে যাতে কোনরকম সংঘাত বা সমস্যা সৃষ্টি না হয়। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে যেসব ফ্যামিলিতে কেউ বন্য পশু দ্বারা নিহত হয়েছে তাদের পরিবারের অন্তত একজনকে চাকরির জন্য ভবিষ্যতে নিয়োগ করা হবে। 

(WB New Volunteer Recruitment 2023)

রাজ্যের বন প্রতিমন্ত্রী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সরকার এই সিদ্ধান্তে জঙ্গল লাগুয়া বহু মানুষের সুবিধা হতে চলেছে। যে সমস্ত পরিবারে বন্য পশু হামলায় মৃত্যু হয়েছে, তারা নতুন করে বেঁচে থাকার আশ্বাস পাবেন। আর (WB New Volunteer Recruitment 2023) তাদেরই পরিবার এই কাজের জন্য যোগ্য বিশেষত্ব জঙ্গলের এসব বনের আশে পাশে থাকা গ্রামের লোক গুলোর কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই তথ্য কোথা থেকে প্রকাশ হয়েছে ?

eisamay.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি।

বেতন,যোগ্যতা(WB New Volunteer Recruitment 2023)

এই খবরটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে বাংলার বড় Ei Samay নিউজ পোর্টাল থেকে। আর এই খবর থেকেই জানা গেছে Forest Volunteer পদে প্রায় ১০০০-পর্যায়ে নিয়োগ হতে চলেছে ও বেতন হতে চলেছে মাথাপিছু ১২,০০০/- টাকা। তবে সূত্র মারফত এটাও জানা গেছে এখানে অন্যান্য কোন চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে না শুধুমাত্র যে সমস্ত পরিবারের সদস্য যারা বন্য (WB New Volunteer Recruitment 2023) পশুর হামলায় মারা গেছে তারাই একমাত্র এখানে চাকরি পেতে পারেন। এই বিষয়ে আরো আপডেট পরবর্তীকালে বেরোলে অবশ্যই এই ওয়েবসাইটে আপনাদের সামনে তুলে ধরা হবে।

News Collect – Click Here

নতুন চাকরির খবর – ৩০৩৬ টি শূন্যপদে AIIMS- এ কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে