12 April 2024 Current Affairs – 12 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স / কমন আসবেই 100%

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12 April 2024 Current Affairs – পশ্চিমবঙ্গের তথা সমস্ত জেলার চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে WBTAK – এর তরফ থেকে প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হবে। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ। সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ একটাই প্রতিদিনই এই অ্যাফেয়ার্স যদি ফলো করেন অতি অবশ্যই চাকরির ক্ষেত্রে আপনারা খুবই উপকার হবে।

12 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

১) bob Earth গ্রীন টার্ম ডিপোজিট স্কীম লঞ্চ করল – ব্যাঙ্ক অফ বরোদা।

২) সামাজিক কাজ-কর্মের জন্য PV Narasimha Rao Memorial Award পেলেন – রতন টাটা।

৩) বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবসের এবারের থিম ছিল – Fair and Responsible AI for Consumers।

৪) ন্যাশনাল কমিশন ফর সিডিউল্ড কাস্ট – এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন – শ্রী কিশোর মাখয়ানা।

৫) মহারাষ্ট্র সরকার আহমেদনগরের নাম পরিবর্তন করে – অহল্যা নগর করল।

12 April 2024 Current Affairs

৬) Tata Motors কোম্পানি – ৯ হাজার কোটি টাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করবে তামিলনাড়ুতে।

৭) বাংলাদেশে প্রথম ওভারসিস অফিস খুলল – ভারতের Numaligarh Refinery লিমিটেড।

৮) ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন – জ্ঞানেশ কুমার এবং সুখবীর সাধুঁ।

৯) মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ – ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কীম 2024 ঘোষণা করল।

১০) WPL -এ প্রথম খেলোয়াড় হিসেবে ৬ টি উইকেট নিলেন -অস্ট্রেলিয়ান খেলোয়াড় Ellyse Perry।