Primary Teachers Interview – পঞ্চম পর্যায়ের টেট পাশ প্রার্থীদের Interview -এর বিজ্ঞপ্তি প্রকাশ হল।

টেট পাশ প্রার্থীদের শুরু হল Primary Teachers Interview, দেখে নিন তালিকাটি ,কড়া  আইনি ব্যবস্থা পর্ষদের তরফ থেকে

গত ১১ই ডিসেম্বর, রবিবার, রাজ্যজুড়ে যে টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল আগামী ফেব্রুয়ারি মাসে তার পঞ্চম পর্যায়ের Primary Teachers Interview হবে বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। Interview ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাঁকুড়া, কোচবিহার,পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি,পশ্চিম বর্ধমান,উঃ দিনাজপুর সহ ৬টি জেলার প্রার্থীদের Interview সম্পন্ন হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।

Currency Note – নোটের উপরে অযথা কিছু লিখলে,সেই নোট কি আর বাজারে চলবে না? কি বলছে সরকার।

তবে আরো ৯টি জেলার Interview রাখা হয়েছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। Primary Teachers Interview-তে Viva-এর পাশাপাশি যাচাই করা হচ্ছে প্রার্থীদের Aptitude.
এই প্রসঙ্গে Interview সংক্রান্ত একটি Schedule পেশ করা হয়েছে।

১) ১৬ই জানুয়ারি -পঃ বর্ধমান।
২) ১৭ই  জানুয়ারি – পঃ মেদিনীপুর।
৩) ১৮ই জানুয়ারি – পঃ মেদিনীপুর।

৪) ২৪শে জানুয়ারি – জলপাইগুড়ি।
৫) ২৭শে  জানুয়ারি – উঃ দিনাজপুর।
৬) ২৮শে জানুয়ারি – উঃ দিনাজপুর।

৭) ৩০শে জানুয়ারি -কোচবিহার।
8) ৩১শে জানুয়ারি -কোচবিহার।
৯) ১লা ফেব্রুয়ারি -কোচবিহার।

১০) ৭ই ফেব্রুয়ারি -বাঁকুড়া।
১১) ৮ই ফেব্রুয়ারি -বাঁকুড়া।
১২) ৯ই ফেব্রুয়ারি -বাঁকুড়া।
১৩) ১০ই ফেব্রুয়ারি -বাঁকুড়া

এক্ষেত্রে প্রতিটি প্রার্থীর Primary Teachers Interview-এর সমস্ত ঘটনার ভিডিও ফুটেজ পরবর্তীকালের জন্য সতর্কতার সাথে সংরক্ষণ করে রাখা হবে বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ব্যবস্থা থাকবে যথাযথ কন্ট্রোল রুমেরও। টেট পরীক্ষার দুর্নীতি সম্পর্কে আমরা কম-বেশি সকলেই জানি।

অতএব, নিয়োগের স্বচ্ছতা রক্ষার জন্যই পর্ষদের এই কড়া নির্দেশ। এই পরিস্থিতিতে যোগ্য প্রার্থীরা খানিক স্বস্তি খুঁজে পেয়েছেন। তবে শুধু Interview-এর ক্ষেত্রে নয়, টেট পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করার জন্য গৃহীত হয়েছিল কড়া ব্যবস্থা। পর্ষদের তরফ থেকে ছিল Biometric Attendance ও Frisking-এর ব্যবস্থাও।

Exam Warriors – নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবার থেকে চালু হবে “পরীক্ষা পে চর্চা” কর্মসূচি।

ইতোমধ্যেই ২০১৪ ও ২০১৭ সালে টেট পাশ করা প্রার্থীদের Primary Teachers Interview শুরু হয়ে গিয়েছে। দুই দফায় মূলত Interview-এর আয়োজন করা হয়েছে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.

Leave a Comment