Indian Army Recruitment 2023 – ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ C কর্মী নিয়োগ, আজই আবেদনের শেষ দিন।
Indian Army Recruitment 2023 – ইন্ডিয়ান আর্মি তে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতবর্ষে নাগরিক হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য।
ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইন মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | HQ Southern Command |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ০৮-১০-২০২৩ |
পদের নাম ও শূন্যপদ (Indian Army Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – MTS (Messenger), MTS (Daftary), Cook, Washerman, Mazdoor, MTS (Gardener)।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ২৮ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন (Indian Army Recruitment 2023)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য এখানে প্রার্থীদের বয়স লাগছে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। তাছাড়া (Indian Army Recruitment 2023) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে।
২) এখানে অনেকগুলি (Indian Army Recruitment 2023) শূন্য পদ আছে এবং প্রত্যেক পদেই আলাদা আলাদা বেতন ধার্য করা আছে উল্লেখ করে দেওয়া হল – Cook পদে চাকরি পেলে তাদের প্রতিমাসে ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এছাড়া MTS (Messenger/ Daftary/ Gardener), Washerman, Mazdoor পদে চাকরি পেলে তাদের প্রতিমাসে ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (Indian Army Recruitment 2023)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাস করা থাকতে হবে তার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। আরও বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে যাচাই করে তবে নিজের দায়িত্বে অনলাইনে মাধ্যমে আবেদন করুন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.hqscrecruitment.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (Indian Army Recruitment 2023)
এখানেও প্রার্থীদের নিয়োগ করা হবে অনেক গুলি পদ্ধতির মাধ্যমে যেমন লিখিত পরীক্ষা পরবর্তীকালে মেডিকেল পরীক্ষা, ইন্টারভিউ হবে এবং সর্বশেষ ডকুমেন্ট যাচাই করে তবেই প্রার্থীদের এখানে নিয়োগ দেওয়া হবে। এই সংক্রান্ত আরো তথ্য পেতে বা জানতে হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নিতে পারেন।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
(১) পাসপোর্ট সাইজের ছবি যথাযথভাবে স্ব-প্রত্যয়িত।
(২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
(৩) জন্ম তারিখ সার্টিফিকেট।
(৪) জাত শংসাপত্র যেখানে প্রযোজ্য।
(৫) EWS এর জন্য EWS শংসাপত্র যেখানে প্রযোজ্য।
(৬) প্রাক্তন সেনাদের জন্য ডিসচার্জ সার্টিফিকেট যেখানে প্রযোজ্য।
(৭) এছাড়া আরো অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন (Indian Army Recruitment 2023) করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | .. |
আবেদন শুরু | … |
আবেদন শেষ | ০৮-১০-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.hqscrecruitment.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১২,০০০/-টাকা