WB Child Protection Unit Recruitment 2023 – রাজ্যের একটি জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।এখানে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে মনে রাখতে হবে এটা কিন্তু একটি অস্থায়ী চাকরি। এছাড়া (WB Child Protection Unit Recruitment 2023) আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | DM Murshidabad District Child Protection Unit |
পদের নাম | Para Medical Staff, Counsellor, Officer In Charge |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ০৯-১০-২০২৩ |
নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ৭,৫০০/-টাকা
এখানে শুধু প্যারামেডিকেল পদটি নিয়েই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হলো বাদ বাকি পদের তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করুন।
পদের নাম – Para Medical Staff
১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে তিন বছরের অভিজ্ঞতাও লাগছে আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
২) মাসিক বেতন – যদি আপনার (WB Child Protection Unit Recruitment 2023) এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে ১২,০০০/- টাকা।
৩) শূন্যপদ – এই পদে ০৩ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়স সীমা – এই পদে (WB Child Protection Unit Recruitment 2023) আবেদন করার জন্য ২১ বছর থেকেসর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার সময় অবশ্যই বিজ্ঞপ্তি যেদিন বেরিয়েছে সেই তারিখ অনুযায়ী বয়সের হিসাব করে নিতে হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
murshidabad.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যাবেন।
নিয়োগ পদ্ধতি (WB Child Protection Unit Recruitment 2023)
এখানে নিয়োগ করা হবে তিনটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং দ্বিতীয় কম্পিউটার টেস্ট নিয়ে সর্বশেষে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ দেওয়া হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক (WB Child Protection Unit Recruitment 2023) প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৭-০৯-২০২৩ |
আবেদন শুরু | ২৭-০৯-২০২৩ |
আবেদন শেষ | ০৯-১০-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | murshidabad.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – ৭৫৪৭ শূন্যপদে SSC কনস্টেবল পদে চাকরি, আবেদন করুন অনলাইনে।