WB Health Department Job 2023 – রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য আবারো খুশির খবর। রাজ্যের একটি জেলা থেকে অর্থাৎ ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
এখানে ইচ্ছুক প্রার্থীরা খুব (WB Health Department Job 2023) সহজেই অনলাইন মাধ্যমে আবেদন করে নিতে পারবে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | District Health & Family Welfare Samiti, Jhargram |
পদের নাম | Yoga Instructor |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করে দেওয়া আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২৩.১০.২০২৩ |
নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (WB Health Department Job 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Yoga Instructor।
২) উল্লেখিত পদে এখানে নিয়োগ করা হবে ১০ জনকে।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য এখানে প্রার্থীদের বয়স সীমা ১৮ বছর থেকে ৪০ বছর মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার আগে অবশ্যই বয়সের হিসাব করে নিতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে পুরুষ প্রার্থীদের প্রতিমাসে ৮,০০০ টাকা সঙ্গে ২৫০ টাকা করে ৩২টি সেশন ও মহিলা প্রার্থীদের প্রতিমাসে ৫,০০০ টাকা সঙ্গে ২৫০ টাকা করে ২০টি সেশন এইভাবে প্রত্যেক মাসে বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB Health Department Job 2023)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাশ করা থাকতে হবে তার সাথে WBCYN এক বছরের Yoga And Naturopathy সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ও সঙ্গে অতি অবশ্যই WBCYN মেম্বার হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
jhargram.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন (WB Health Department Job 2023) করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন মূল্য কি লাগছে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (WB Health Department Job 2023) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন মুল্য দিয়ে আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে আবেদন মুল্য কি আছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে যাচাই করে তবে নিজের দায়িত্বে অনলাইনে মাধ্যমে আবেদন করে নিতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া (WB Health Department Job 2023)
এখানেও প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে ও যোগ্যতার ওপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন (www.wbhealth.gov.in) সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৬-১০-২০২৩ |
আবেদন শুরু | ০৭-১০-২০২৩ |
আবেদন শেষ | ২৩-১০-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | jhargram.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Apply Online | Click Here |
নতুন চাকরির খবর – ইন্সপায়ার কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা