INSPIRE Scholarship Apply 2023 – ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ আর দেশের অগ্রশারের জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি অবদান অনেকটাই বেশি। আর এই ভারত বর্ষকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নানান স্কলারশিপের মাধ্যমে ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে।
যেমন ভারত সরকার দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় স্কলারশিপ হল Inspire Scholarship 2023 বা “Innovation in Science Pursuit for Inspired Research – (INSPIRE)” এই স্কলারশিপে (INSPIRE Scholarship Apply 2023) কারা কারা আবেদন করতে পারবে? আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? আবেদন কবে থেকে শুরু ও শেষ হবে? আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স সীমা কত লাগবে এই সংক্রান্ত সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অনুরোধ একটাই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন
INSPIRE Scholarship Apply 2023 – ইন্সপায়ার কলারশিপে
Inspire Scholarship আসলে কি?
এই স্কলারশিপে (INSPIRE Scholarship Apply 2023) আসল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবীর ছাত্র-ছাত্রীদের সাহায্য করা। ভারত সরকারের Department of Science and Technology (DST) দেশের বিজ্ঞান বিভাগের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি চালু করেছেন। এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের বার্ষিক ৫০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়।
এই স্কলারশিপে (INSPIRE Scholarship Apply 2023) আবেদন করলে কত টাকা পাওয়া যায়?
এই স্কলারশিপে আবেদন করলে প্রত্যেক বছরে ৫০০০ টাকা থেকে বৃত্তি দেওয়া হয়। এছাড়া উচ্চ মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণি বিজ্ঞান বিভাগ – বার্ষিক ১০০০০ টাকা। আবার গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন এর পড়ুয়াদের বছরে ৬০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয়। এছাড়া, গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করার জন্য অতিরিক্ত ২০ হাজার টাকা স্কলারশিপ অনুদান দেওয়া হয়। তাছাড়া পিএইচডি এর গবেষকদের জন্য বছরে অনেকটাই বেশি অনুদান দেওয়া হয়।
নির্বাচন প্রক্রিয়া (INSPIRE Scholarship Apply 2023)
পড়ুয়াদের দ্বাদশ শ্রেণীর রেজাল্ট এবং প্রবেশিকা পরীক্ষার Rank এর ভিত্তিতে নির্বাচন করা হবে।
আবেদনের সময়কাল
প্রত্যেক বছর এই (INSPIRE Scholarship Apply 2023) স্কলারশিপে আবেদন শুরু হয় অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস অব্দি। তাই এ বছর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করুন।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগছে?
১) আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট।
২) সর্বশেষ পরীক্ষার রেজাল্ট বা মার্কশীট মার্কশিট।
৩) মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।
৪) JEE (Main)/ JEE (Advanced)/ NEET/ KVPY /JBNSTS/ NTSE / International Olympic Medalists পরীক্ষার রেঙ্ক কার্ড।
৫) স্কলারশিপে আবেদনকারীর ব্যাঙ্কের পাসবুক।
৬) রিসেন্টলি পাসপোর্ট সাইজের ফটো।
আবেদন পদ্ধতি?
এই স্কলারশিপে (INSPIRE Scholarship Apply 2023) ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হলে তাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে নাম ইমেল আইডি ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড দিতে হবে। সর্বশেষ সমস্ত কিছু তথ্য যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং সমস্ত তথ্য ইমেলের মাধ্যমে পৌঁছে যাবে। এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু তথ্য যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
নতুন চাকরির খবর – ৭৫৪৭ শূন্যপদে SSC কনস্টেবল পদে চাকরি, আবেদন করুন অনলাইনে।