WBPSC Food SI Practice Set 48 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪৮ (WBPSC Food SI Practice Set 48)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 48
১) ত্রিপোলি কোন দেশের রাজধানী?
[A] স্পেন
[B] রোমানিয়া
[C] লিবিয়া
[D] কিউবা
Answer – লিবিয়া
২) ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক?
[A] ছত্রিশগড়
[B] পশ্চিমবঙ্গ
[C] উড়িষ্যা
[D] ঝাড়খন্ড
Answer – ঝাড়খন্ড
৩) কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত—
[A] কোয়েম্বাটুরে
[B] ধানবাদে
[C] কানপুরে
[D] কটকে
Answer – কটকে
৪) হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হল—
[A] আর্কিমিডিসের সূত্র
[B] রেনল্ডের সূত্র
[C] বার্নৌলির সূত্র
[D] পাস্কালের সূত্র
Answer – পাস্কালের সূত্র
WBPSC Food SI Practice Set 48
৫) পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয়?
[A] লোলেগাঁও
[B] মংপু
[C] কালিম্পং
[D] লামাহাটায়
Answer – মংপু
৬) ভারতে ভোট দেওয়া ও নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি—
[A] সাংবিধানিক অধিকার
[B] মৌলিক অধিকার
[C] প্রাকৃতিক অধিকার
[D] আইনত অধিকার
Answer – আইনত অধিকার
৭) বায়ুর চাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে—
[A] অ্যান্ড্রয়েড ব্যারোমিটার
[B] বারগ্রাফ
[C] মাল্টিমিটার
[D] হাইগ্রোমিটার
Answer – অ্যান্ড্রয়েড ব্যারোমিটার
৮) অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়?
[A] তিন বছর
[B] এক বছর
[C] সাত বছর
[D] পাঁচ বছর
Answer – পাঁচ বছর
৯) ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল—
[A] গঙ্গোত্রী
[B] পিন্ডারি
[C] সিয়াচেন
[D] হিস্পার
Answer – সিয়াচেন
১০) ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে কবে পালিত হয়?
[A] 25 ফেব্রুয়ারি
[B] 1 আগস্ট
[C] 31 জুলাই
[D] 30 মে
Answer – 1 আগস্ট
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
[A] হিমাচল প্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] উত্তরাখণ্ড
[D] গুজরাট
Answer – উত্তরাখণ্ড
১২) কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন—
[A] সুভাষচন্দ্র বসু
[B] চিত্তরঞ্জন দাশ
[C] অরবিন্দ ঘোষ
[D] আনন্দলাল বসু
Answer – চিত্তরঞ্জন দাশ
১৩) দিল্লির প্রাচীন নাম কি ছিল?
[A] ইন্দ্রপ্রস্থ
[B] গয়া
[C] অযোধ্যা
[D] কামরূপ
Answer – ইন্দ্রপ্রস্থ
WBPSC Food SI Practice Set 48
১৪) রাষ্ট্রীয় ইস্পাত নিগমের চেয়ারম্যান এবং এম ডি হলেন—
[A] টিভি নরেন্দ্রন
[B] অতুল ভাট
[C] ভি রঘুনাথন
[D] নারায়ণ তাতু রানে
Answer – অতুল ভাট
১৫) কোন তুর্কি সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন?
[A] মহম্মদ বিন তুঘলক
[B] বলবন
[C] ইলতুৎমিস
[D] আলাউদ্দিন খিলজী
Answer – ইলতুৎমিস
নতুন চাকরির খবর – Click Here