Kolkata Metro Recruitment 2023 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। সম্প্রতি কলকাতা মেট্রো রেলের তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | Metro Railway Kolkata |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিজে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ০৪-০১-২০২৪ |
নতুন চাকরির খবর – মাধ্যমিক পাশে রেলে আবারো কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১১০৪
পদের নাম ও শূন্যপদ (Kolkata Metro Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Fitter, Electrician, Machinist, Welder।
২) এখানে মোট ১২৯ জনকে নিয়োগ করা হবে নিচে তা উল্লেখ করে দেওয়া হলো –
Fitter – ৮৩
Electrician – ২৮
Machinist – ০৯
Welder – ০৯
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন (Kolkata Metro Recruitment 2023) করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২৪ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে।
২) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে বেতন সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা (Kolkata Metro Recruitment 2023)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে তার অবশ্যই ITI পাস থাকতে হবে ৫০ শতাংশ নাম্বার নিয়ে উপরের উল্লেখিত ট্রেড গুলি থেকে তাহলে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
mtp.indianrailways.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (Kolkata Metro Recruitment 2023)
এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে মাধ্যমিক পাস ও ITI এর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি (Kolkata Metro Recruitment 2023) আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৫-১২-২০২৩ |
আবেদন শুরু | ২৮-১১-২০২৩ |
আবেদন শেষ | ০৪-০১-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | mtp.indianrailways.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | View Now |
নতুন চাকরির খবর – আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন