এক মিনিটে হাতে পান আপনার কাস্ট সার্টিফিকেট। Caste Certificate Download online.
Caste Certificate Download – পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প অথবা সুবিধা নিয়ে আসে রাজ্য সরকার। সেই সুবিধাগুলি পেতে গেলে তাদেরকে প্রমাণপত্র হিসাবে দেখাতে হয় তাদের কাস্ট সার্টিফিকেট। কিন্তু কাস্ট সার্টিফিকেটের হার্ডকপি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এটি কিভাবে ডাউনলোড করবেন অথবা পিডিএফ ভার্সনে ফোনে পাবেন।
এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন আপনি খুব সহজে চাইলেই বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার নিজস্ব কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (Caste Certificate Download) করে নিতে পারবেন। এতে আপনার হবেনা কোনরকম সমস্যা। তবে এই কাজটি করতে গেলে আপনাকে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যা আমরা আজ আপনাদের কে জানাবো।
- প্রথমেই আপনাকে পৌঁছাতে হবে কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটে । যেটির নাম https://castcertificatewb.gov.in/-.
- এরপর আপনাকে Download Certificate অপশনে গিয়ে সেখানে ক্লিক করতে হবে।
- এর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে। সেখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বর বা সার্টিফিকেট নম্বর, নাম এবং জন্ম তারিখ সঠিকভাবে লিখে নিচে download সার্টিফিকেট বলে থাকা অপশনটিতে ক্লিক করতে হবে।
আরও পড়ুন – Aadhar Post Payment Id – ফ্রীতে আধার সেবা কেন্দ্র দিচ্ছে পোস্ট অফিস থেকে, তাড়াতাড়ি আবেদন করুন।
ব্যাস এবারে আপনার সামনে আপনার গুরুত্বপূর্ণ কাস্ট সার্টিফিকেটটি চলে আসবে। এটিকে আপনি সফট কফি হিসাবে পিডিএফ ভার্সনে নিজের ফোনে রেখে দিতে পারেন এবং সেখান থেকেই ব্যবহার করতে পারেন অথবা হার্ড কফি হিসেবে কোথাও প্রয়োজন হলে যে কোন সাইবার ক্যাফে থেকে আপনি এটিকে প্রিন্ট করিও নিতে পারেন।
বর্তমানে রাজ্য সরকার সঠিক তথ্য যাচাই এর মাধ্যমে কোনো ব্যক্তিকে তার কাস্ট সার্টিফিকেট প্রদান করছেন। রাজ্য সরকারের তরফে এও বলা হয়েছে,এই নতুন ব্যবস্থার ফলে একাধারে যেমন সাধারণ মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে কাস্ট সার্টিফিকেট সংগ্রহ করার ঝক্কি কমেছে, ঠিক তেমনভাবেই সরকারি কর্মীদের এই কাজ সামলানোর সমস্যাও অনেকটা কমে গিয়েছে। বলতে গেলে দুপক্ষেরই এই নতুন নিয়মে লাভ হয়েছে।
তাছাড়া কোন কারনে এই মূল্যবান সার্টিফিকেটের হার্ডকপি ছিড়ে গেলে অথবা হারিয়ে গেলে খুব সহজেই আপনি শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে এটিকে ডাউনলোড (Caste Certificate Download) করে আপনার কাছে পেতে পারেন এবং ব্যবহার করতে পারেন। হার্ডকপি লাগলে শুধুমাত্র ৫ টাকা অথবা দশ টাকা খরচ করে প্রিন্ট করেও আপনি সেটিকে ব্যবহার করতে পারেন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.