Aadhar Post Payment Id – ফ্রীতে আধার সেবা কেন্দ্র দিচ্ছে পোস্ট অফিস থেকে, তাড়াতাড়ি আবেদন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের সকল নাগরিকদের জন্য এক নতুন ইনকামের পদ্ধতি নিয়ে এলো ডাকঘর। Post Payment Id দিয়ে নিজের বাড়ি বসে রোজগার করতে পারবেন আপনিও। ১ লা সেপ্টেম্বর ২০১৮ অর্থাৎ আজ থেকে ঠিক চার বছর আগে তারা শুরু করেছিল অনলাইন ব্যাংকিং অ্যাপ ও ওয়েবসাইট এর পরিষেবা, যা IPPB – India Post Payments Bank নামে পরিচিত।

বর্তমানে চাকরির বাজার খুবই খারাপ। একটি ভালো চাকরি পেতে গেলে হিমসিম খাচ্ছে সাধারণ মানুষ। ঠিক এমন সময় পোস্ট অফিস নিয়ে এল ভালো ইনকামের এক সুবর্ণ সুযোগ। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে প্রদত্ত Post Payment Id নিলে, আপনি প্রায় কুড়ি ধরনের পরিসেবা প্রদান করে প্রতিমাসে নিশ্চিত ভাবে একটি ভালো টাকা উপার্জন করতে পারবে। এখানে রয়েছে মোট দুটি কাজ যথা বিসি এবং ডাক সেবক। আজকে আমরা কথা বলব এই আইডি দিতে আপনার কি কি যোগ্যতা লাগবে এবং কি কি প্রয়োজন হবে।

আরও পড়ুন –Post Office Scheme – এবার 7% হারে সুদ পাবেন পোস্ট অফিসের এই স্কিমে

এই আইডির (Post Payment Id ) মাধ্যমে আপনি কি কি পরিষেবা প্রদান করতে পারবেন ?

  • Unified Payment Intarface দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন।
  • পোস্ট অফিসের একাউন্টে টাকা জমা করতে পারবেন অথবা তুলতে পারবেন।
  • পোস্ট অফিসের নতুন একাউন্ট খুলে দিতে পারবেন।
  • কেওয়াইসি আপডেট করতে পারবেন।
  • ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড প্যান কার্ড ভোটারকার্ড প্রভৃতি লিঙ্ক করাতে পারবেন।
  • বিল ডেস্ক এর মাধ্যেমে DTH, পৌরসভা, বিদ্যুৎ, জল, মোবাইল এর বিল প্রভৃতি পেমেন্ট করতে পারবেন।
  • Rupay কোম্পানি  ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারবে।
  • যেকোনো ব্যক্তির আধার কার্ড এবং আঙ্গুলের ছাপের সাহায্যে টাকা তুলতে পারবেন।
  • গাড়ির ইন্সুরেন্স অথবা লাইফ ইন্সুরেন্স এর কাজও আপনি এই আইডির মাধ্যমে করতে পারবেন।
  • এই আইডি দেওয়ার কিছু মাসের মধ্যে আপনাকে আধার কেন্দ্র খোলার পারমিশন দেয়া হবে।  আপনি এই আইডির মাধ্যমে আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট নতুন আধার কার্ডের জন্য এপ্লিকেশন আধার কার্ড সংশোধন এর কাজ করতে পারবেন।
  • প্রভিডেন্ট ফান্ড, রেকারিং ডিপোজিট, সকল প্রকার ঋণের আবেদন করতে পারবেন

এই আইডি নিতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন?

  • যেই ব্যক্তি এই আইডি দিতে চান তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • অবসরপ্রাপ্ত যেকোনো কর্মচারী এই আইডি নিতে পারেন।
  • যেকোনো জায়গায় যাদের দোকান রয়েছে তারা এই আইডির জন্য আবেদন করতে পারেন।
  • আপনি যদি পেট্রোল পাম্পের কর্মী হন তাহলেও আপনি এই আইডির জন্য আবেদন করতে পারেন।
  • কোন স্বেচ্ছাসেবক সংগঠনও এই আইডির জন্য আবেদন করতে পারে।

এই আইডি (Post Payment Id ) পেতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে ?

  • সর্বপ্রথমে www.ippbonline.com এই ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর Partner With Us অপশনে ক্লিক করতে হবে।
  • Individual Business Correspondents এই অপশনে ক্লিক করতে হবে।
  • নিজের নাম, মোবাইল নম্বর, ই মেল, ঠিকানা, পিন কোড , নিজের নিকটবর্তী পোস্ট অফিসের নাম, রাজ্য ইত্যাদি সঠিকভাবে দিতে হবে।
  • I Agree অপশানে টিক দিতে হবে।
  • এরপরে সাবমিট বাটাতে ক্লিক করতে হবে।
  • এরপর কিছুদিনের মধ্যেই আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিস থেকে যোগাযোগ করা হবে।
  • এরপর আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে হবে, যা আপনি পোস্ট অফিস থেকে অথবা এই ওয়েবসাইটের সার্চ অপসারে গিয়ে বিসি লিখে সার্চ করে পেয়ে যেতে পারেন।

এই আইডি পেতে গেলে কি কি নথির প্রয়োজন?

  • ওই ব্যক্তির আধার কার্ড থাকা আবশ্যিক।
  • এছাড়াও প্যান কার্ড আধার কার্ড অথবা প্রয়োজনে পাসপোর্টও দিতে হতে পারে।
  • সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক। কারণ তাকে ব্যাংক একাউন্টের passbook এর প্রথম পেজের ছবি দিতে হবে।

তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি যান এবং আবেদন করুন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Leave a Comment