Post Office Scheme – এবার 7% হারে সুদ পাবেন পোস্ট অফিসের এই স্কিমে

Post Office Scheme – সুখবর পোস্ট অফিসের নতুন স্কিম ২০২৩.

আপনি কি কোন সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে চান ? আপনার কি পোস্ট অফিসে (Post Office Scheme ) কোন সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। অনেকেই বেশি টাকা রিটার্নের আশায় বিনিয়োগ করেন, সেখানে থাকে ঝুঁকি। অনেক সময় আপনার টাকা ডুবেও যেতে পারে। আজ আমরা আপনার জন্য এমন একটি স্কিম নিয়ে এসেছি যেখানে কোন রকম ঝুঁকি ছাড়াই আপনি ভালো টাকা রিটার্ন পেতে পারেন।

এই বিনিয়োগ করলে আপনার ইনকাম ট্যাক্স বেশ কিছুটা বাঁচতে পারেন। পোস্ট অফিসে সঞ্চয় (Post Office Scheme ) প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল জাতীয় সঞ্চয় শংসাপত্র (NSC). এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমেই আপনি কোন রকম ঝুঁকি ছাড়াই ভালো রিটার্নস পেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার ইনকাম ট্যাক্স কিছুটা বাঁচতে পারে।

আরও পড়ুন- Krishak Bandhu Prakalpa 2023 – কৃষক বন্ধু প্রকল্পে আবেদন বড় পরিবর্তন, আবেদন করুন এই ভাবে।

এই স্কিমে কোন বিনিয়োগকারী কমপক্ষে হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। এই Post Office Scheme বিনিয়োগকারী ১০০ এর গুণকে যেকোনো টাকা জমা করতে পারে। এই স্কিমে সুদের হার ৬.৮% শতাংশ। তবে আপনি প্রতি বছরে এই স্কিমে সুদ পাবেন না।

বিনিয়োগকারীরা কমপক্ষে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। আপনি যেই টাকা বিনিয়োগ করবেন তার দ্বিগুণ ফেরত পাবেন 10 বছর 6 মাস এ। তবে এক্ষেত্রে রয়েছে একটি শর্ত, একবার বিনিয়োগ করলে আপনি ৫ বছরের পূর্বে এই টাকা তুলতে পারবেন না।

এই Post Office Scheme -এ টাকা বিনিয়োগ  করলে দ্বিগুণ  রিটার্নের পাশাপাশি আপনারা আয়করের ধারা 80C-এর আওতায় প্রতি বছর দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর করে ছাড় পেতে পারেন। আয় যদি কর যোগ্য হয় তবে আপনার পর থেকে এই টাকাটি মাইনাস করা হতে পারে। যদি পোস্ট অফিসে কোন সেভিংস একাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনার এই স্কিমে টাকা বিনিয়োগ করা উচিত।

আরও পড়ুন- ১ জানুয়ারি থেকে ব্যাঙ্কে নতুন নিয়ম! দেখুন RBI-এর নয়া নির্দেশিকা।

তবে যদি আপনার পোস্ট অফিসে (Post Office Scheme ) কোনো সেভিংস একাউন্ট না থাকে তবে সেক্ষেত্রে আপনাকে প্রথমে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যা করা অত্যন্ত সহজ কাজ। শুধুমাত্র একটি ফর্ম এর মাধ্যমে এবং কিছু ডকুমেন্ট দিয়ে আপনি এই কাজ সম্পন্ন করতে পারেন। তাহলে আর দেরি করছেন কেন  আপনার নিকটবর্তি ডাকঘরে যান এবং আবেদন করুন এই স্কিমএ। এছাড়া এ বিষয়ে কোন রকম প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Leave a Comment