Krishak Bandhu Prakalpa 2023 – কৃষক বন্ধু প্রকল্পে আবেদন বড় পরিবর্তন, আবেদন করুন এই ভাবে।

Krishak Bandhu Prakalpa এবার এই নতুন পদ্ধতিতে আবেদন করুন।

কৃষকদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সুবিধা নিয়ে আসে। তবে এগুলির মধ্যে সবথেকে নামকরা (Krishak Bandhu Prakalpa) কৃষক বন্ধু প্রকল্প। সামনে আবারো দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে, সেখানে আবারো নতুন করে আবেদন করা যাবে এই প্রকল্পে। এই প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উত্তর আজকে আমরা তুলে ধরব এই প্রতিবেদনের মাধ্যমে।

এই Krishak Bandhu Prakalpa অধীনে পশ্চিমবঙ্গের কৃষকেরা চার হাজার টাকা থেকে ১০ হাজার টাকা অব্দি অনুদান পেতে পারেন। দুটি কিস্তিতে এই টাকা আসবে কৃষকের একাউন্টে। তবে এই টাকা হবে কৃষকের জমির পরিমাণ অনুযায়ী।

কৃষকের জমির পরিমাণ ৬ শতক অথবা তার কম হলে তারা ৪০০০ টাকা অব্দি অনুদান পেয়ে থাকেন। আবার যাদের জমির পরিমাণ এক একর কিংবা তারও বেশি তারা দশটাকা অনুদান পেয়ে থাকেন। এছাড়া এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মৃত্যু হলে তার আইনসম্মত উত্তরআধিকারী দু লক্ষ টাকা অব্দি ক্ষতিপূরণ পেতে পারেন।

আরও পড়ুন- NREGA Job card – জব কার্ড আবেদন করবেন কিভাবে জানেন কি! নতুন জব কার্ড -এর জন্য আবেদন করুন এখানে।

যে সমস্ত কৃষকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে এবং তাদের নিজস্ব জমি রয়েছে শুধুমাত্র তারাই এই প্রকল্পের (Krishak Bandhu Prakalpa) জন্য আবেদন করতে পারে। তবে যদি পরিবারের একাধিক সদস্য আবেদন করেন, সেক্ষেত্রে সেই সদস্যের ও নিজের নামে নিজস্ব জমি থাকা আবশ্যক। এছাড়াও কার্যকরী পিএম কিষণ সম্মান নিধির অধীনে যেসমস্ত কৃষকদের নাম নথিভুক্ত তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে , সেই ব্যক্তি কেন্দ্রীয় অথবা রাজ্য কোনরকম সরকারি চাকরি করলে হবে না।

দুয়ারে সরকারে ক্যাম্প থেকে আপনি এই প্রকল্পের (Krishak Bandhu Prakalpa) জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন। এই প্রকল্পের নাম নথিভুক্ত করানোর জন্য যে যে ডকুমেন্ট গুলি লাগবে সেগুলি হল:
১. ভোটার কার্ড
২. সাম্প্রতিক বছরের জমির রেকর্ড
৩. ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস
৪. আধার কার্ড

তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি দুয়ারে সরকার ক্যাম্পে যান, এবং নিজের নাম নথিভুক্ত করেনিন। এবং এই সুবিধা উপভোগ করুন। তবে আপনি যদি এই প্রকল্পে আবেদন করার যোগ্য না হন তাহলে কখনোই এই Krishak Bandhu Prakalpa আবেদন করবেন না। কৃষকদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার সামনে আরও নতুন নতুন প্রকল্প আনতে চলেছে। সেই সমস্ত কিছুর আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Leave a Comment