NREGA Job card – জব কার্ড আবেদন করবেন কিভাবে জানেন কি! নতুন জব কার্ড -এর জন্য আবেদন করুন এখানে।

NREGA Job card – মাত্র কয়েকদিন এ জব কার্ড হাতে পেতে অ্যাপ্লাই করুন এভাবে। | How to Apply NREGA Job card Online?

ভারতীয় শ্রমিকরা যাতে তাদের অধিকার ঠিকমতো ভাবে পেতে পারে তাই ভারত সরকার থেকে চালু করা হয় জব কার্ড ( NREGA Job card). শ্রমিকদের নিরাপত্তা দিতেই সরকার থেকে তৈরি করা হয়েছিল এই কার্ড। বর্তমানে শ্রমিকরা চাইলেই মাত্র কিছুদিনের মধ্যেই হাতে পেতে পারেন এই কার্ড।

কিন্তু কিভাবে? বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বসছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই ক্যাম্প থেকেই আপনি আবেদন করতে পারবেন এই NREGA Job card এর জন্য, এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী ক্যাম্পে গিয়ে প্রথমে জব কার্ডের জন্য ফর্মটি নিতে হবে। এরপর ওই এপ্লিকেশন ফর্মটি তে প্রয়োজনীয় তথ্য যেমন আবেদনকারীর নাম, পরিবারের প্রধানের নাম, জেলার নাম, কাজ করতে ইচ্ছুক এরূপ প্রাপ্তবয়স্ক সদস্যদের নাম, পিতা অথবা স্বামীর নাম, বয়স, লিঙ্গ (মহিলা/পুরুষ), রেশন কার্ডের নম্বর প্রভৃতি প্রয়োজনীয় তথ্যগুলি ঠিকমত ভাবে প্রদান করতে হবে।

এছাড়াও বিভিন্ন তথ্য যেমন আপনার কাস্ট, ভূমি সংস্কার যোজনা অধীনে আপনার নাম আছে কিনা, এই গুলিও ঠিকঠাকভাবে ফিলাপ করতে হবে। এপ্লিকেশন এর শেষে অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট স্থানে পরিবারের প্রধানকে দিয়ে সই করাতে হবে। এরপর ওই পরিবারে যারা ১০০ দিনের কাজ করতে ইচ্ছুক তাদেরকে ওই অ্যাপ্লিকেশন ফর্মে নির্দিষ্ট জায়গায় সই করতে হবে।

সর্বশেষে ফর্মের নিচের খলি অংশে আবেদনকারীর গ্রামের নাম ,নাম প্রভৃতি বিভিন্ন পার্সোনাল ডেটা গুলি কেউ ঠিকভাবে দিতে হবে। এবং তারপর ফরমটি ওই ক্যাম্পে জমা দিতে হবে। এবং জমা দেয়ার পর ওই ক্যাম্পের ব্যক্তি, আপনাকে ওই ফরমটির তলা শূন্যস্থান অংশটি দিয়ে দেবে। যা দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে আপনার জব কার্ডের স্ট্যাটাসও চেক (Job Card Status) করতে পারবেন । যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মটি জমা দিতে পারেন তাহলে আপনি আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়েও জমা দিতে পারেন।

আরও পড়ুন –Free Silai Machine Yojana – ফ্রিতে সেলাই মেশিন দিচ্ছে কেন্দ্র, শেষ হওয়ার আগে আবেদন করুন।

এছাড়া আপনি অনলাইনের মাধ্যমে এই কার্ডের ( NREGA Job card) আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে প্লে স্টোর থেকে UMANG অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসেই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে এটি এখনো শুরু হয়নি, তবে তথ্য অনুযায়ী খুব শীঘ্রই এটি শুরু করা হবে।

সরকারি নিয়ম অনুযায়ী, NREGA Job card এর অধীনে নিজের নাম নথিভুক্ত করার পরে আপনি যদি ১৫ দিনের মধ্যে ১০০ দিনের কাজ না পান তাহলে সরকারের তরফ থেকে আপনাকে বেকারত্ব ভাতা দেওয়া হবে। এছাড়ায় এই কার্ডে নাম নথিভুক্ত করা শ্রমিকরা কাজের সময় কোন ভাবে আহত হলে সরকারের তরফ থেকে হাসপাতালের খরচ ও চিকিৎসার খরচ পাবেন।

কোন ব্যক্তি কাজ করতে গিয়ে অক্ষম হয়ে গেলে অথবা তার মৃত্যু ঘটলে সরকারের তরফ থেকে পাওয়া যাবে ক্ষতিপূরণও। এই NREGA Job card থাকা ব্যক্তির আর নিজের ইচ্ছামত সময় ও জায়গা বেছে নিতে পারবেন কাজ করার জন্য। এবং তারা যে জায়গায় কাজ করবে সেখানে জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Leave a Comment