আপনি কি কোন পরিশ্রম ছাড়াই ১০০০ টাকা পেনশন পেতে চান? তাহলে পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা প্রকল্প (Jai Bangla Scheme) আপনার জন্য। পশ্চিমবঙ্গ সরকার শুধু জয় বাংলা প্রকল্পই নয় লক্ষী ভাণ্ডার, কন্যাশ্রী ইত্যাদির মতো অনেক প্রকল্পই চালু করেছেন সাধারণ মানুষদের জন্য। আজ সেরকম একটি প্রকল্পের কথাই আপনাদের জানাবো। যেই প্রকল্পে কোনো ধরনের খাটনি ছাড়াই টাকা পাওয়া যায়।
এই প্রকল্পটির কী কী সুবিধা রয়েছে?
গত ফেব্রুয়ারি মাসে এই বছরের রাজ্য সরকার বাজেট পেশ করেছিল। যেখানে বলা হয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের ডিএ ৪% বাড়বে। কিন্তু প্রকল্পের বিষয়ে তেমন কিছু জানায়নি সরকার। যা নিয়ে খুব একটা খুশি নন রাজ্যের জনগণ। কারণ তারা ভেবেছিল এই প্রকল্পগুলোর টাকা হয়তো বাড়তে পারে।
রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট সুখবর, কি বলছে পশ্চিমবঙ্গ সরকার?
বাড়তে পারে জয় বাংলার স্কিম (Jai Bangla Scheme)
অনেকে আশা করছেন ২০২৬ সালের বিধানসভা ভোটের সময় অথবা তার আগে এই প্রকল্পের টাকা বাড়তে পারে। তবে শুধু এই প্রকল্প নয় অন্যান্য প্রকল্পগুলোর টাকাও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পগুলোতে পাওয়া টাকা দিয়ে অনেকেই তাদের ইচ্ছে পূরন করে থাকেন।
কোন প্রকল্পে দেওয়া হয় ১০০০ টাকার পেনশন ?
এই প্রকল্পে আপনি ৬০ বছরের পর ১০০০ টাকা করে মাসিক পেনশন পাবেন। এটি কিন্তু বার্ধক্য ভাতা (Old Age Pension) নয় এটি হল জয় বাংলা প্রকল্প। এটি শুধু বৃদ্ধরাই নয় তপসিলি জাতি বা উপজাতিরা, এমনকি সাধারণ ক্যাটাগরির মানুষরাও এই ভাতার সুযোগ পেয়ে যাবেন।
তবে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনার কাছে বিপিএল রেশন কার্ড (BPL Ration Card) থাকা প্রয়োজন। সেটি নিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে ও সেখানে গিয়ে ফরম পূরণ করে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে দিতে হবে। তাই আর দেরি না করে এখনই করে ফেলুন আবেদন।